মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ১৫ আগস্ট ২০২১, ১১:৫৮

নারায়ণপুর ডিগ্রি কলেজের আয়োজনে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী পালন

মুহাম্মদ আরিফ বিল্লাহ
নারায়ণপুর ডিগ্রি কলেজের আয়োজনে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী পালন

মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ডিগ্রি কলেজের আয়োজনে যথাযথ মর্যাদায় স্বাধীনতার মহান স্থপতি বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী পালন করা হয়েছে। জাতীয় কর্মসূচীর সাথে সঙ্গতি রেখে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল ১৫ আগস্ট প্রথম প্রহরে ২১ বার ঘন্ট ধ্বনি দেয়া, সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন করে অর্ধনমিত রাখা, সকাল ১০টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, দোয়া ও মুনাজাত।

কলেজের অধ্যক্ষ মোহাম্মদ রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কলেজ গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য মো শাহিদ খালেদ শামসু প্রধান, মো. জাহাঙ্গির আলম মানিক খন্দকার, অভিবাবক সদস্য মো. ইসমাইল হোসেন, উপাধ্যক্ষ মো মোসলেহ উদ্দিন, শিক্ষক প্রতিনিধি সহকারি অধ্যাপক মো. সাইফুল ইসলাম, নাসরিন জাহান, প্রভাষক মোহাম্মদ ওয়াহিদুজ্জামান ভুঁইয়া, নারায়ণপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. কাউসার আলম পান্নাসহ কলেজের শিক্ষক কর্মচারীবৃন্দ।

অনুষ্ঠান শেষে বঙ্গবন্ধুর পরিবার এবং দেশ ও জাতির সমৃদ্ধির জন্য দোয়া ও মুনাজাত পরিচালনা করেন নারায়ণপুর ডিগ্রি কলেজের ইসলামী শিক্ষা বিভাগের প্রভাষক মো আব্দুল হক।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়