শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ১৬ জুলাই ২০২৩, ১৫:৪৯

শাহরাস্তি থানার আয়োজনে বিদায় সংবর্ধনা

আপনাদের দোয়ায় ভালোভাবে চাকুরি জীবন শেষ করতে চাই

---পুলিশ সুপার মিলন মাহমুদ বিপিএম বার

শাহরাস্তি ব্যুরো
আপনাদের দোয়ায় ভালোভাবে চাকুরি জীবন শেষ করতে চাই

শাহরাস্তি থানার আয়োজনে চাঁদপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার মিলন মাহমুদ ও পুনাক সভানেত্রী আফসানা শর্মীর বিদায় সংবর্ধনায় অনুষ্ঠিত হয়েছে। ১৫ জুলাই রাতে শাহরাস্তি থানা মিলনায়তনে পুলিশ, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সাংবাদিকদের উপস্থিতিতে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

শাহরাস্তি থানার ওসি শহীদ হোসেনের সভাপতিত্বে পুলিশ পরিদর্শক ( তদন্ত) মোঃ খায়রুল আলমের সঞ্চালনায় সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা বিদায়ী পুলিশ সুপার মিলন মাহমুদ বিপিএম বার।

এসময় তিনি তার বক্তব্যে বলেন, পুলিশে থেকে সবাইকে সন্তুষ্ট করা সম্ভব নয়। তারপরও আমি আপনাদের নিয়ে কাজ করে গিয়েছি। আমি চলে যাওয়ার পর আপনারা ভালো জানলে সেটাই হবে আমার জন্য বড় প্রাপ্তি। আধুনিক যোগে পুলিশিং করা অনেক কঠিন। সবাইকে সচেতন হতে হবে। এখন অপরাধ করে লুকানো কঠিন। সমাজে পুলিশ থাকতে হবে আমাদের কাজ অপরাধী ধরে আদালতে প্রেরণ করা। সঠিক তদন্ত করা। আপনারা যাই করবেন তার ব্যাখ্যা নিজের কাছে থাকতে হবে। অনুষ্ঠানে বিদায়ী অতিথি পুনাক সভানেত্রী ডাঃ আফসানা শর্মী বলেন, আমি যা কিছু করেছি পুলিশ সুপার মহোদয়ের অনুপ্রেরণায় সম্ভব হয়েছে। পাশাপাশি পুলিশ অফিসার ভাবীগনের আন্তরিক সহযোগিতার কারণে আমরা পুনাকের কর্মকাণ্ড এগিয়ে নিতে পেরেছি। ভালো কিছু করে থাকলে আমাকে ও আমার পরিবারকে আপনারা দোয়ায় রাখবেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, হাজীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পংকজ কুমার দে, শাহরাস্তি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা চৌধুরী, শাহরাস্তি পৌর মেয়র হাজী আব্দুল লতিফ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জেড এম আনোয়ার হোসেন, শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মোঃ মঈনুল ইসলাম কাজল।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন,কচুয়া সার্কেলের পুলিশ পরিদর্শক মারমা সিং ত্রিপুরা, শাহরাস্তি থানার উপপরিদর্শক মোঃ রোকনউদ্দিন, সহকারী উপপরিদর্শক তানিয়া আক্তার।কনস্টেবল মোঃ সাদ্দাম হোসেন প্রমূখ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ )মনিষ কুমার, ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল মান্নান, হাজীগঞ্জ থানার ওসি মোঃ আঃ রশিদ, মতলব দক্ষিণ থানার ওসি সাইদুর রহমান।

অনুষ্ঠানের শুরুতে অতিথিদেরকে ফুল দিয়ে বরণ করে নেয় শাহরাস্তি থানা পুলিশ। শাহরাস্তি থানা পুলিশের পক্ষ থেকে বিদায়ী অতিথিদের হাতে ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। এরপর অতিথিবৃন্দ নৈশভোজে অংশ গ্রহণ করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়