প্রকাশ : ১৩ আগস্ট ২০২১, ১৮:৫৯
কচুয়ায় প্রবীণ ডাক্তার শামসুল হক মজুমদারের ইন্তেকাল
সাবেক ছাত্রনেতা আক্তার হোসেন রানার পিতা কচুয়ার রহিমানগর বাজারের জনপ্রিয় ডাক্তার শামসুল হক (৮৫) ১২ আগস্ট বৃহস্পতিবার রাত ৮টায় বার্ধক্যজনিত রোগে নিজ বাসায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল শুক্রবার সকাল ১০ টায় রহিমানগর বিএবি উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে মরহুমের লাশ রহিমানগর বাজারস্থ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যু কালে তিনি ৪ ছেলে ও ৪ মেয়ে সহ বহু সংখ্যক গুণগ্রাহীদের রেখে যান।
|আরো খবর
জানাজার নামাজের পূর্বে মরহুমের জীবনের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আইয়ুব আলী পাটওয়ারী, সহ-সভাপতি আমির হোসেন, সাধারন সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ,গোহট উত্তর ইউপি চেয়ারম্যান মোঃ কবির হোসেন, গোহট উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহজাহান প্রধান, ইউনিয়ন যুবলীগের সভাপতি সাইফুর রহমান মুন্সী, কৃষক লীগের সভাপতি আবু বকর মেহদী, বেসিক এইন্ড এন্ড হসপিটালের পরিচালক ডাক্তার আব্দুল কাদের। মরহুমের জানাজায় রহিমানগর বাজারের ব্যবসায়ী ও এলাকার উল্লেখ সংখ্যক মুসুল্লিবৃন্দ অংশগ্রহণ করেন।