বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ১৩ আগস্ট ২০২১, ১৩:১১

কচুয়ায় শহীদ মহিবুল্লাহ বীর বিক্রম স্মৃতি পাঠাগারের উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ ও স্মরণসভা

মোহাম্মদ মহিউদ্দিন

কচুয়ায় শহীদ মহিবুল্লাহ বীরবিক্রম স্মৃতি পাঠাগার এর উদ্যোগে করোনাকালীন অসহায় ও অস্বচ্ছল পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ ও স্মরণসভা আয়োজন করা হয়। ১৩ আগস্ট শুক্রবার উপজেলার সাহেদাপুর গ্রামে অবস্থিত শহীদ মহিবুল্লাহ স্মৃতি পাঠাগার প্রাঙ্গণে অনুষ্ঠিত ত্রাণসামগ্রী বিতরণ ও স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সহ-সভাপতি আহসান হাবীব জুয়েল। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শহীদ মহিবুল্লাহ বীরবিক্রম একজন খাঁটি দেশপ্রেমিক ও মানবসেবি ব্যাক্তি ছিলেন। তাঁর সততা ও কর্মনিষ্ঠা আমাদের জন্য অনুকরণীয়। বর্তমান প্রজন্মকে তাঁর আদর্শ অনুসরণ করে দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে।

ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম মালেকের সভাপতিত্বে ও পাঠাগার পরিচালনা কমিটির আহবায়ক রাহীম এর সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বিশিষ্ট সমাজসেবক মকবুল হোসেন পাটোয়ারী ও ভার্চুয়ালি বক্তব্য রাখেন শহীদ বীর বিক্রম এর পুত্র সালাউদ্দিন জুয়েল।

এছাড়া বক্তব্য রাখেন- পাঠাগারের প্রতিষ্ঠাতা মাসুদুল হাসান, সাবেক সভাপতি ফখরুল ইসলাম, সাংবাদিক আবুল হোসেন, আলমগীর তালুকদার ও মহিউদ্দিন, ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক সুমন নিয়াজী, পাঠাগার পরিচালনা কমিটির নির্বাহী সদস্য ইপাজ, দিদার, নাসির, ইকবাল ও মোশারফ হোসেন। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ এলাকার শতাধিক অসচ্ছল ও অসহায় লোকজনের মাঝে ডাল, তৈল, পেঁয়াজ, রসুন, লবণ ও আলু ইত্যাদি সামগ্রী বিতরণ করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়