শুক্রবার, ০৮ নভেম্বর, ২০২৪  |   ৩০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ
  •   চাঁদপুর সদরের শাহমাহমুদপুর ইউনিয়নের মান্দারি লোহাগড় গ্রামে দুটি পুকুরে বিষ দিয়ে ১৫ লাখ টাকার মাছ নিধন
  •   গৃহবধূ আসমার খুনিদের বিচারের দাবিতে ফরিদগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন
  •   কচুয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তরে অভিযোগ
  •   হাজীগঞ্জের সন্তান অতিরিক্ত ডিআইজি জোবায়েদুর রহমানের ইন্তেকাল

প্রকাশ : ১৯ মে ২০২৩, ২৩:০৪

হাজীগঞ্জে সম্পত্তিগত বিরোধে হামলায় 8 জন আহত

হাজীগঞ্জ ব্যুরো
হাজীগঞ্জে সম্পত্তিগত বিরোধে হামলায় 8 জন আহত

হাজীগঞ্জে সম্পত্তিগত বিরোধের বহিরাগত সন্ত্রাসী হামলায় একই পরিবারের ৮ জন গুরুতর আহত হয়েছে। একই হামলায় ক্ষতিগ্রস্থ পরিবারটির প্রতিপক্ষ নিজেরা ও অংশ নেয়। শুক্রবার (১৯ মে) ঘটনাটি ঘটে উপজেলার বাকিলা ইউনিয়নের ১নং ওয়ার্ডের ছয়ছিলা গ্রামের মিয়াজি বাড়িতে। উক্ত হামলা দেলোয়ার হোসেন মিয়াজীর পরিবারের উপর ঘটে। আহতদের বেশ কয়েক জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে। আহতরা হলেন, দেলোয়ার হোসেন (৬৫), সুরুজ মিয়া (৬০), ইমান হোসেন (৩৬), কাজল (৪০) ও জোৎস্না (৩০), সুমি (২৫), আয়েশা (৪৫) ও ফাতেমা (৩০)।

দেলোয়ার হোসেন জানান, সম্পত্তিগত বিরোধের জেরে এ দিন সকালে ওই বাড়ির বাহার উল্যাহ্ বাহার (৬৫), তার ছেলে টিটু (৪০), মেয়ে রোকসানা (৩৫) ও ঝলক (৩০) ও বাকিলা বাজার এলাকা বহিরাগত সন্ত্রাসী ভাড়া এনে একত্রিত হয়ে ২৫/৩০ জন মিলে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে আমাদের উপর অতর্কিত হামলা চালায়। এ সময় আমাদের পিটিয়ে ও দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে গুরুতর আহত করে। এ সময় নারীদের সাথে স্বর্ণালংকারসহ অন্যান্য জিনিসিপত্র নিয়ে যায়। পরে খবর পেয়ে আমাদের আত্মীয়-স্বজনরা এসে আমাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

আহত সুরুজ মিয়া জানান, ভাইয়ের উপর হামলার খবর পেয়ে আমরা ছুটে আসি। তারা আমাদের উপরও হামলা করে। এমনকি ভাইয়ের ঘরে মেহমান ছিল, তাদেরকেও মারধর করে তারা। পরে ৯৯৯ নম্বরে ফোন দেই। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে হামলাকারীরা পালিয়ে যায়।

এ দিকে ওই সময়ে বাহার উল্যাহ্ বাহার ও টিটুকে না পাওয়ায় এবং তাদের মুঠোফোন (মোবাইল) নম্বর সংগ্রহ করতে না পারায় অভিযুক্তদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এ বিষয়ে হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (উপ-পরিদর্শক) মোহাম্মদ আব্দুল আজিজ জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে আসি এবং হাসপাতালে গিয়ে আহতদের খোঁজ-খবর নেই। ওই বাড়িতে অভিযুক্তদের না পাওয়ায় তাদের সাথে কথা বলা সম্ভব হয়নি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য বাকিলা বাজার এলাকাসহ তৎ সংলগ্ন এলাকায় সক্রিয় একটি সিন্ডিকেট রয়েছে যারা ভাড়ায় সন্ত্রাসী কাযর্যক্রম করে আসছে যার জলন্ত উদাহরন দেলোয়ার গংয়ের উপর হামলায় বহিরাগতদের নাম উঠে আসা। এই বহিরাগতরাই বাকিলা এলাকার।।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়