প্রকাশ : ০৯ আগস্ট ২০২১, ২০:০২
কচুয়ায় ১১ জনের করোনা ভাইরাস শনাক্ত
কচুয়ায় নতুন করে আরো ১১ জনের করোনা শনাক্ত হয়েছে। কচুয়া স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সালাউদ্দীন মাহমুদ জানান, কচুয়ায় সোমবার ৯৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তন্মধ্যে এন্টিজেন্ট টেস্টে ৫০জনের মধ্যে ১১ জনের রিপোর্ট পজিটিভ হয়েছে। পুনঃটেস্টের জন্য ৮৪ জনের নমুনা চাঁদপুর জেলা পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।
|আরো খবর
কচুয়ায় এ পর্যন্ত ১হাজার ৫শ ১৩ জনের নমুনা পরীক্ষা করে ৫শ ২৬ জনের করোনা শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে মৃতের সংখ্যা ১০ জন।
অক্সিজেন সেবা প্রদানকারী বেসরকারি সামাজিক সংগঠন আলোর মশালের সহ-সভাপতি মেহেদী হাসান জানান, বুধবার পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে করোনা এবং উপসর্গ নিয়ে ১০৩ জন শ্বাসকষ্ট জনিত রোগীকে সেবা প্রদান করেছি। আমাদের হিসাব মতে করোনা ও উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা ৪০ জন।