শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জ যৌথ বাহিনীর ভ্রাম্যমাণ চেকপোস্ট ৯০ যানবাহনে তল্লাশি।। ১২ মামলায় ৬০ হাজার টাকা জরিমানা, ৬ গাড়ি জব্দ
  •   হরিণা থেকে দু মাদক ব্যবসায়ী আটক
  •   কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগ লক্ষ্মীপুর পৌরসভার ৩৯ জনের তথ্য চেয়েছে দুদক

প্রকাশ : ০৯ আগস্ট ২০২১, ১৮:২৭

ডাকাতিয়া নদীতে রিং জাল দিয়ে মাছ নিধন

সোহাঈদ খান জিয়া
ডাকাতিয়া নদীতে রিং জাল দিয়ে মাছ নিধন

চাঁদপুরের ডাকাতিয়া নদীতে রিং জাল দিয়ে মাছ নিধন করা হচ্ছে। যার ফলে ডাকাতিয়া নদীর সুস্বাদু মাছ হারিয়ে যেতে বসেছে। এসব রিং জালে ছোট মাছের পোনাসহ সকল ধরনের মাছ ধরা পড়ে থাকে। একশ্রেণির পেশাদার ও সৌখিন মাছ শিকারি রিং জাল দিয়ে নদীর সুস্বাদু মাছ নিধন করে যাচ্ছে। রিং জাল দিয়ে মাছ শিকার নিষিদ্ধ থাকার পরও শিকারিরা আইনকে বৃদ্ধাঙুলি প্রদর্শন করে অহরহ ভাবে মাছ শিকারে মেতে উঠেছে।

বর্ষা মৌসুমে এ জাল দিয়ে বেশি মাছ শিকার হয়ে থাকে। চলতি বর্ষায় ডাকাতিয়া নদীর চাঁদপুর সদর উপজেলার যেসব এলাকায় বেশি মাছ শিকার করা হয় এসব এলাকাগুলো হচ্ছে : শাহতলী, পাইকদী, হামানকদ্দি, হাজরা, মৈশাদী, চরমেয়াশা, নানুপুর ও রামচন্দ্রপুর এলাকার চরগুলো। এর মধ্যে শাহতলী বাজারের দু পাশে এ জালের সংখ্যা বেশি।

এমনকি ডাকাতিয়া নদীর পুরো এলাকা জুড়ে চলছে রিং জাল দিয়ে মাছ শিকারের মহোৎসব। নদী এলাকায় যে যেভাবে পারছে জাল দিয়ে মাছ শিকার করছে। কোনো বাধাবিগ্ন ছাড়াই নিজেদের মনমতো নদী, খাল, ডোবা ও চরগুলোতে রিং জাল দিয়ে মাছ শিকারের ব্যবসা চলে আসলেও কেউ মুখ খুলে কথা বলতে সাহস পায়নি।

এ জাল চাঁদপুর শহরের পুরানবাজার ও মতলব বাজারে বিক্রয় করে থাকে। সেখান থেকে মাছ শিকারিরা একেকজন ৫/৬ টি করে জাল ক্রয় করে আনে।আর এ জাল দিয়ে তারা ডাকাতিয়া নদীর সুস্বাদু মাছগুলো দিন দিন নিধন করে যাচ্ছে। এব্যাপারে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেন সচেতন মহল।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়