প্রকাশ : ২২ এপ্রিল ২০২৩, ১৩:৩২
একই পোষাকে চাঁদপুর জেলা পুলিশের ঈদ উদযাপন
মাসব্যাপী সিয়াম সাধনা ও সংযম পালনের পর অপার খুশি আর আনন্দের বার্তা নিয়ে সকলের মাঝে আসে পবিত্র ঈদ-উল ফিতর। আজ উদযাপিত হচ্ছে মুসলিম ধর্মাবলম্বিদের পবিত্র ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। এ উপলক্ষে
|আরো খবর
ঈদের নামাজ শেষে পুলিশ সুপার জামাতে উপস্থিত সকল পুলিশ সদস্য, পুলিশ লাইন্সে কর্তব্যরত সদস্যগণ ও জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাস্তার বিভিন্ন মোড় ও গার্ডে দায়িত্বরত অফিসার ফোর্সদের সহিত শুভেচ্ছা বিনিময় করেন।
জেলা পুলিশের সদস্যদের ঈদ উৎসবের আনন্দ বহুগুনে বৃদ্ধি পেয়েছে পুলিশ সুপারের ব্যাতিক্রম উদ্যোগের কারণে। চাঁদপুর জেলা পুলিশ পরিবারের সকল কর্মকর্তা ও পুলিশ সদস্য একই রঙের পাঞ্জাবি পরিধান করেছে, যা সকল অফিসার ফোর্সের মধ্যে নতুন আবেশে স্বতঃস্ফূর্ত মনোভাব সৃষ্টি ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও মজবুত করেছে। নতুন উদ্যোমে দেশের সেবার নিয়োজিত হবে পুলিশ সদস্যগণ।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) পলাশ কান্তি নাথ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: ইয়াসির আরাফাত, চাঁদপুর সহ জেলা পুলিশ, চাঁদপুরের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।