শুক্রবার, ০৮ নভেম্বর, ২০২৪  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ
  •   চাঁদপুর সদরের শাহমাহমুদপুর ইউনিয়নের মান্দারি লোহাগড় গ্রামে দুটি পুকুরে বিষ দিয়ে ১৫ লাখ টাকার মাছ নিধন
  •   গৃহবধূ আসমার খুনিদের বিচারের দাবিতে ফরিদগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন
  •   কচুয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তরে অভিযোগ
  •   হাজীগঞ্জের সন্তান অতিরিক্ত ডিআইজি জোবায়েদুর রহমানের ইন্তেকাল

প্রকাশ : ২২ এপ্রিল ২০২৩, ১৩:৩২

একই পোষাকে চাঁদপুর জেলা পুলিশের ঈদ উদযাপন

হাছান খান মিসু
একই পোষাকে চাঁদপুর জেলা পুলিশের ঈদ উদযাপন

মাসব্যাপী সিয়াম সাধনা ও সংযম পালনের পর অপার খুশি আর আনন্দের বার্তা নিয়ে সকলের মাঝে আসে পবিত্র ঈদ-উল ফিতর। আজ উদযাপিত হচ্ছে মুসলিম ধর্মাবলম্বিদের পবিত্র ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। এ উপলক্ষে

চাঁদপুর পুলিশ লাইন্স জামে মসজিদে পবিত্র ঈদ উল ফিতরের জামাআ'ত অনুষ্ঠিত হয়। উক্ত ঈদুল ফিতরের জামাতে অংশগ্রহন করেন চাঁদপুর জেলা পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম বার।

ঈদের নামাজ শেষে পুলিশ সুপার জামাতে উপস্থিত সকল পুলিশ সদস্য, পুলিশ লাইন্সে কর্তব্যরত সদস্যগণ ও জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাস্তার বিভিন্ন মোড় ও গার্ডে দায়িত্বরত অফিসার ফোর্সদের সহিত শুভেচ্ছা বিনিময় করেন।

জেলা পুলিশের সদস্যদের ঈদ উৎসবের আনন্দ বহুগুনে বৃদ্ধি পেয়েছে পুলিশ সুপারের ব্যাতিক্রম উদ্যোগের কারণে। চাঁদপুর জেলা পুলিশ পরিবারের সকল কর্মকর্তা ও পুলিশ সদস্য একই রঙের পাঞ্জাবি পরিধান করেছে, যা সকল অফিসার ফোর্সের মধ্যে নতুন আবেশে স্বতঃস্ফূর্ত মনোভাব সৃষ্টি ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও মজবুত করেছে। নতুন উদ্যোমে দেশের সেবার নিয়োজিত হবে পুলিশ সদস্যগণ।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) পলাশ কান্তি নাথ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: ইয়াসির আরাফাত, চাঁদপুর সহ জেলা পুলিশ, চাঁদপুরের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়