প্রকাশ : ০৮ আগস্ট ২০২১, ২০:১১
ফোন করলেই মিলছে ফ্রি অক্সিজেন সেবা
হাইমচরে আতিক পাটওয়ারীর উদ্যোগে ফ্রী অক্সিজেন সেবা চালু
হাইমচরে হটলাইন নম্বরে কল করলেই মিলছে ফ্রী অক্সিজেন সেবা। রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ ব্যক্তিগত উদ্যোগে অনেকেই উপজেলা ব্যাপী সেচ্ছায় এ সার্ভিস দিয়ে যাচ্ছেন। হাইমচর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মো. আতিকুর রহমান পাটোয়ারীর নিজ উদ্যোগে হাইমচরে মিলছে ফ্রী অক্সিজেন সেবা।
|আরো খবর
করোনা মহামারির দুঃসময়ে সময়ে করোনা পজিটিভ হয়ে অনেকেই ভুগছেন অক্সিজেনের অভাবে। তাদের সেবা দিতেই তিনি হটলাইনের মাধ্যমে প্রশিক্ষন প্রাপ্ত স্বেচ্চাসেবকদের মাধ্যমে করোনা রোগীর বাড়ি বাড়ি পৌছে দিচ্ছেন অক্সিজেন সেবা। এতে ফোন করে অক্সিজেন চাইলেই বাসায় গিয়ে বিনামূল্যে পৌঁছে দেওয়া হচ্ছে অক্সিজেন সেবা।
গতকাল ৮ আগস্ট রবিবার সকাল থেকে ৪ জন করোনা পজিটিভ রোগীকে এ ফ্রী অক্সিজেন সেবা দেওয়া হয়েছে। এ সেবায় আতিকুর রহমান পাটওয়ারী নিজেকে নিয়োজিত রেখে সরাসরি সেবা দিচ্ছেন উপজেলার সর্বস্তরে।
আতিকুর রহমান পাটোয়ারী জানান, অক্সিজেন সরবরাহের জন্য হটলাইন নাম্বার প্রচার করা হয়েছে। সার্বক্ষণিক এই সেবা দিতে প্রশিক্ষন প্রাপ্ত স্বেচ্চাসেবক নিয়োগ দেওয়া হয়েছে। সেবাটির ব্যয়ভার ব্যক্তিগত ফান্ড থেকে বহন করছি। আপাতত ১০টি অক্সিজেন সিলিন্ডারে এ সার্ভিস দিয়ে করোনা রোগীদের সেবায় এগিয়ে এসেছি। পরবর্তীতে আরো অক্সিজেন আনার ব্যবস্থা করবো- ইনশাআল্লাহ।