বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ০৭ আগস্ট ২০২১, ২২:২৫

হাজীগঞ্জ কোভিড ১৯ প্রতিরোধী ক্যাম্পেইনের ১ম দিনে ৮,২০৪ জনের টিকা গ্রহণ

কামরুজ্জামান টুটুল
হাজীগঞ্জ কোভিড ১৯ প্রতিরোধী ক্যাম্পেইনের ১ম দিনে ৮,২০৪ জনের টিকা গ্রহণ

কোভিড ১৯ প্রতিরোধী ক্যাম্পেইনের প্রথমদিনে হাজীগঞ্জে ৮২০৪ জনে টিকা গ্রহণ করেছেন। উপজেলার পৌরসভা ও ১২ টি ইউনিয়নের নির্ধারিত টীকা প্রদান কেন্দ্রে এই টিকা জনসাধারনের মাঝে প্রদান করা হয়। কেন্দ্র প্রদানকালে বিভিন্ন কেন্দ্র পরিদর্শণ করেন সিভিল সার্জন, উপজেলা চেয়ারম্যান, মেয়র, ইউএনও, স্বাস্থ্য কর্মকর্তা, ওসিসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

বৈরি আবহাওয়ার মধ্যে শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত পৌরসভাসহ উপজেলার ১২টি ইউনিয়নের মধ্যে ১০টি ইউনিয়নে মোট ৮ হাজার ২০৪ জন পচিঁশোর্ধ্ব মানুষ টিকার প্রথম ডোজ গ্রহণ করে। তাদের সবাইকে সিনোফার্মের টিকার দেওয়া হয়। এই টিকা গ্রহণের ৪ সপ্তাহ (১ মাস) পর দ্বিতীয় ডোজ নিতে হবে বলে চাঁদপুর কন্ঠকে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

হাজীগঞ্জ থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যদের সহযোগিতায় এই টিকা প্রদানে ২৪ জন টিকাদানকারী, ৩৬ জন স্বেচ্ছাসেবক ও ১২ জন সুপারভাইজার দায়িত্ব পালন করেন। অপর দিকে ইউনিয়নের ওয়ার্ড প্রতি ২০০ জন করে ৩টি ওয়ার্ডের জন্য মোট ৬০০ জনকে টিকা প্রদানের লক্ষ্য নির্ধারণ করা হয়। উপজেলার ১০টি ইউনিয়নে মোট ৬ হাজার টিকার মধ্যে ৫ হাজার ৮৯৮ জন মানুষ টিকা গ্রহণ করেছেন।

উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়ন ও গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নে পর্যায়ক্রমে রোববার ও সোমবার ৬শ জন করে দুই ইউনিয়নে মোট ১ হাজার ২শ জনকে টিকা প্রদান করা হবে। এদিকে শনিবার সকালে হাজীগঞ্জ পৌরসভা এলাকায় গণ-টিকা কার্যক্রমের উদ্বোধন করেন, পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপন ও ইউনিয়ন পর্যায়ে গণ-টিকার উদ্বোধন করেন, উপজেলা চেয়ারম্যান গাজী মাইনুদ্দিন।

পৌরসভা ও ইউনিয়নের এই অস্থায়ী টিকাদান কেন্দ্রগুলো পরিদর্শন করেন, চাঁদপুরের সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্যাহ্, হাজীগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস.এম সোয়েব আহমেদ চিশতী, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশিদ। এ ছাড়াও উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি হিসেবে বিভিন্ন ইউনিয়নে গণ-টিকা কার্যক্রমের তদারকি করেন, উপজেলায় কর্মরত বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।

টিকা কার্যক্রমে পৌরসভায় পৌর মেয়রসহ স্ব-স্ব ওয়ার্ডের কাউন্সিলর এবং ইউনিয়ন পর্যায়ে সকল ইউপি চেয়ারম্যান ও স্ব-স্ব ওয়ার্ডের ইউপি সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করেন।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস.এম সোয়েব আহমেদ চিশতী বলেন, সবার সার্বিক সহযোগিতায় প্রথম পর্যায়ে গণ-টিকার কার্যক্রম সম্পন্ন হয়েছে। পরবর্র্তীতে টিকা প্রাপ্তি ও সরকারি নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তাছাড়া হাসপাতালের টিকা কার্যক্রম চলমান রয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার বলেন, সরকারি নির্দেশনা মোতাবেক এবং সবার সার্বিক সহযোগিতায় সু-শৃখঙ্খলভাবে গণ-টিকার ক্যাম্পেইন সফলভাবে সম্পন্ন হয়েছে। টার্গেট অনুযায়ী যে কজন ( পৌরসভা এলাকায় ৯৪ ও ইউনিয়ন পর্যায়ে ১০২ জন) বাদ পড়েছেন, তাদেরকে আজ রোববার টিকা দেওয়া হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়