বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫  |   ২৩ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৫, ২১:৫৯

হেফাজতে ইসলাম মতলব দক্ষিণ উপজেলা শাখার কমিটি গঠন

হেফাজতে ইসলাম মতলব দক্ষিণ উপজেলা শাখার কমিটি গঠন
মুহাম্মদ আরিফ বিল্লাহ

হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর মতলব দক্ষিণ উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। সোমবার (২৮ এপ্রিল ২০২৫) সকাল ৯টায় মতলব দারুল উলুম ক্বওমী মাদরাসা মিলনায়তনে অধিবেশনের মাধ্যমে এ কমিটি গঠন করা হয়। অধিবেশনে উপস্থিত কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে কমিটি গঠনের সার্বিক রূপরেখা তৈরি করা হয়।

উপজেলার ঐতিহ্যবাহী মনিগাঁও মাদ্রাসার মুহতামিম মাওলানা নাসিমুর রহমানকে প্রধান উপদেষ্টা, মতলব বাজার শাহী জামে মসজিদের খতিব মুফতি গোলাম সারোয়ার ফরিদীকে সভাপতি, চাপাতলী মাদানিয়া দারুল উলুম মাদ্রাসার মুহতামিম মুফতি আরিফ বিল্লাহ কাসেমীকে সাধারণ সম্পাদক এবং মুন্সিরহাট বকাউল বাড়ি মাদ্রাসার মুহতামিম মুফতি শরিফুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

কমিটি গঠন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর চাঁদপুর জেলা সভাপতি মাও. লিয়াকত হোসাইন। বিশেষ অতিথি ছিলেন জেলা সাধারণ সম্পাদক মাও. মুফতি মাহবুবুর রহমান ও সাংগঠনিক সম্পাদক মাও. ইদ্রিস। অধিবেশন শেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মুনাজাত পরিচালনা করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়