প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৫, ০০:০৭
হজ্জ যাচ্ছেন বাগাদী দরবার শরীফের পীরজাদা আল্লামা আশেকুল আরেফিন সিদ্দিকী

চাঁদপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী ও আলোচিত আধ্যাত্মিক প্রতিষ্ঠান বাগাদী দরবার শরীফের বর্তমান সাজ্জাদানশীন পীরে কামেল, আলহাজ্ব মাওলানা আরিফ উল্যাহ খান (রহ.) হুজুরের জ্যেষ্ঠ পুত্র ও খলিফা, পীরজাদা পীর আল্লামা আশেকুল আরেফিন সিদ্দিকী (দা.বা.) পবিত্র হজ্জ পালনের উদ্দেশ্যে আগামী শনিবার (৩ মে ২০২৫) পবিত্র নগরী মক্কার উদ্দেশ্যে যাত্রা করবেন।
|আরো খবর
তিনি তাঁর প্রতিষ্ঠান 'মোহাম্মাদীয়া হজ্ব এভিয়েশনে'র একটি কাফেলার নেতৃত্বে থাকবেন ও হজ্বের সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন। এই সফরে তাঁর সঙ্গে দরবার শরীফের কিছু মুরিদান, ভক্ত ও শুভানুধ্যায়ীও অংশগ্রহণ করবেন।
তিনি ব্যক্তিগত ব্যস্ততা ও সময় সঙ্কুলানের কারণে সকলের সঙ্গে প্রত্যক্ষভাবে বিদায় নিতে না পারায় আন্তরিক দুঃখ প্রকাশ করেছেন। সেই সঙ্গে তিনি দরবার শরীফের মুরিদান, ভক্তবৃন্দ, স্থানীয় বাসিন্দা ও দেশবাসীর নিকট দোয়া কামনা করেছেন, যেন মহান আল্লাহ তাআলা তাঁকে ও তাঁর সফরসঙ্গীদের সুস্থতা, নিরাপত্তা এবং পূর্ণ আন্তরিকতার সঙ্গে হজ্ব পালনের তাওফিক দান করেন এবং এই মহান ইবাদত কবুল করে নেন।
বাগাদী দরবার শরীফের পক্ষ থেকেও দেশ-বিদেশের সকল মুসলমান ও আশেকানে দরবারের প্রতি অনুরোধ জানানো হয়েছে—হজ্বযাত্রায় অংশগ্রহণকারী পীর সাহেব ও তাঁর সহযাত্রীদের জন্যে দোয়া করুন, যেন তাঁরা সাফল্যের সঙ্গে হজ্ব আদায় করে সুস্থ ও নিরাপদে ফিরে আসতে পারেন।