নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে এলজিইডি কুমিল্লার মতবিনিময়
নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে মতবিনিময় সভা করেছে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ কুমিল্লা অঞ্চল। মঙ্গলবার (২৯ এপ্রিল ২০২৫) এলজিইডি কুমিল্লা অঞ্চলের মিলনায়তনে অ্যালায়েন্স গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন এলজিইডি কুমিল্লা অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. ওয়াহিদুজ্জামান।
সভায় বক্তব্য রাখেন এলজিইডি কুমিল্লার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আবদুল মতিন। অভিজ্ঞতা বিনিময় করেন কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক কালবেলা কুমিল্লার ব্যুরো চিফ মাসুক আলতাফ চৌধুরী, জাতীয় মহিলা সংস্থা কুমিল্লার জেলা কর্মকর্তা তানিয়া আক্তার, বাংলাদেশ লিগ্যাল এইড ও সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) কুমিল্লার সাবেক সমন্বয়কারী অ্যাডভোকেট শামীমা আক্তার জাহান, প্রত্যয়ের নির্বাহী পরিচালক মাহমুদা আক্তার, আমরাই পারি প্রকল্প সমন্বয়কারী রিনা রাণী দত্ত, এলজিইডির রুরাল ব্রিজেস প্রকল্পের মেইন্টেনেন্স ইঞ্জিনিয়ার এসএম জাকিউর রহমান, রিজিওনাল কোয়ালিটি কন্ট্রোল ইঞ্জিনিয়ার আব্দুস সালাম, মো. মাকসুদুল আলম, মো. সুলতান মাহমুদ, দৈনিক সমকাল ও দৈনিক রূপসি বাংলাৱ ফটো সাংবাদিক, কুমিল্লা প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক এনকে রিপন ও ব্রীজেস প্রকল্পের কুমিল্লার অ্যাডভোকেসি কাউন্সিলর মো. আলী আজ্জম প্রমুখ।
সভায় অ্যালায়েন্স গঠন ও সাপোর্টিং এলজিইডি ইন মনিটরিং ফিমেল এনগেজমেন্ট, জেন্ডার বেইজড ভায়োলেন্স এবং রিস্ক ম্যানেজমেন্ট অফ রুরাল-ব্রিজেস প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরা হয়। জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে (জিবিভি) অ্যালায়েন্স গঠন করা হয়। নারীর মানবাধিকার ইস্যুতে অভিজ্ঞতা বিনিময়, সহিংসতা প্রতিরোধে কর্মপরিকল্পনা প্রণয়ন বিষয়ে মতবিনিময় সভা করা হয়।