বৃহস্পতিবার, ০৭ নভেম্বর, ২০২৪  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ
  •   চাঁদপুর সদরের শাহমাহমুদপুর ইউনিয়নের মান্দারি লোহাগড় গ্রামে দুটি পুকুরে বিষ দিয়ে ১৫ লাখ টাকার মাছ নিধন
  •   গৃহবধূ আসমার খুনিদের বিচারের দাবিতে ফরিদগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন
  •   কচুয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তরে অভিযোগ
  •   হাজীগঞ্জের সন্তান অতিরিক্ত ডিআইজি জোবায়েদুর রহমানের ইন্তেকাল

প্রকাশ : ০১ মার্চ ২০২৩, ১৯:০০

পুরাণবাজার মার্চ্চেন্টস্ একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

এগিয়ে যেতে হলে শিক্ষার কোনো বিকল্প নেই-মোঃ জাহাঙ্গীর আখন্দ সেলিম

স্টাফ রিপোর্টার
এগিয়ে যেতে হলে শিক্ষার কোনো বিকল্প নেই-মোঃ জাহাঙ্গীর আখন্দ সেলিম

চাঁদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর আখন্দ সেলিম বলেছেন, শুধু ক্যারিয়ারভিত্তিক শিক্ষা নয়, সন্তানদের সামগ্রিক শিক্ষার ধারণা দিতে হবে। দায়িত্বশীল নাগরিক হয়ে মূল্যবোধ ধারণ করতে হবে। তাহলেই দেশ গড়ার কাজে আমাদের আরও অগ্রগতি আসবে।এগিয়ে যেতে হলে শিক্ষার কোনো বিকল্প নেই। প্রতিটি শিশুর মধ্যে অমিত সম্ভাবনা আছে। সুশিক্ষায় তারা যেন বিকশিত হতে পারে শিক্ষক অভিভাবক সবাইকে সচেষ্ট থাকতে হবে।

আমরা যারা ব্যবসায়ী রয়েছি শুধু ব্যবসা-বাণিজ্য নেয়েই থাকছি না। এই এলাকার শিক্ষা বিস্তারের ক্ষেত্রে স্কুল কলেজ প্রতিষ্ঠায় চাঁদপুরের ব্যবসায়ীদের অনেক অবদান রয়েছে। এ প্রতিষ্ঠানও আমরা গড়েছি।

তিনি বুধবার সকালে পুরাণবাজার মার্চ্চেন্টস্ একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৩ এর পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি সুভাষ চন্দ্র রায় ।উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের যুগ্ম সম্পাদক তমাল কুমার ঘোষ, প্রতিষ্ঠাতা প্রতিনিধি রেজওয়ানুর রহমান রিজু, চেম্বার পরিচালক গোপাল চন্দ্র সাহা, বিদ্যালয়ের সদস্য স্বপন কুমার দাস প্রমুখ।

স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ শতাব্দী আচার্যী ও অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সহকারী শিক্ষক ফরিদ বেপারী। বার্ষিক ক্রীড়ানুষ্ঠান সার্বিক সহযোগিতা করেন সহকারী শিক্ষক উমা দত্ত,অঞ্জনা সাহা,মিরা পাল,উম্মে সালমা,জান্নাতুল ফেরদৌস,কার্তিক পাল,মাহাবুব গাজী। মোট ১৪টি ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়া অভিভাবকদের নিয়ে আলাদা ইভেন্ট ছিল।

পরে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অতিথিবৃন্দ মেধা পুরস্কারসহ অন্যান্য পুরস্কার বিতরণ করেন। এ বিদ্যালয় হতে এবার ২০২২ সালের প্রাথমিকে বৃত্তি পরীক্ষায় ৪জন শিক্ষার্থী সাধারন গ্রেডে বৃত্তি পেয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়