বুধবার, ০৬ নভেম্বর, ২০২৪  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কচুয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ
  •   নির্মাণের এক বছর না যেতেই ফরিদগঞ্জ কেন্দ্রীয় মডেল মসজিদের বেহাল দশা
  •   শেষ হলো পদ্মা-মেঘনায় জাল ফেলার নিষেধাজ্ঞা
  •   ফরিদগঞ্জে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার
  •   মোবাইল ব্যবহারে নিষেধ করায় শিশু শিক্ষার্থীর আত্মহত্যা

প্রকাশ : ০৩ নভেম্বর ২০২২, ১৫:২৫

হাজীগঞ্জ পৌর কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

কামরুজ্জামান টুটুল
হাজীগঞ্জ পৌর কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

হাজীগঞ্জ পৌরসভার মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপন ও ৭নং ওয়ার্ডের কাউন্সিলর কাজী মনির হোসেনের বিরুদ্ধে অপ-প্রচারের প্রতিবাদে মানববন্ধন করেছে পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীরা।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) হাজীগঞ্জ পৌরসভা কার্যালয়ের সামনে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের পাশে হাজীগঞ্জ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দের ব্যাণারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

হাজীগঞ্জ পৌরসভার সংরক্ষিত-৩ (ওয়ার্ড নং- ৭, ৮ ও ৯) এর নারী কাউন্সিলর মিনু আক্তার কর্তৃক গত ৩১ অক্টোবর ও ১ নভেম্বর তার ব্যবহৃত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পৌরসভার মেয়র ও ৭নং ওয়ার্ডের বিরুদ্ধ একাধিক পোস্ট ও লাইভ করেন।

ওই ফেসবুক পোস্ট ও লাইভে তিনি পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপন ও ৭নং ওয়ার্ডের কাউন্সিলর কাজী মনির হোসেনের বিরুদ্ধে আপত্তিকর ও মানহানিকর বক্তব্য তুলে ধরে বিভিন্ন অভিযোগ করেন।

এর প্রতিবাদ জানিয়ে বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, হিসাবরক্ষণ কর্মকর্তা মো. সফিকুর রহমান, পৌরসভার এসেসর আবু ইউছুফ, সমাজকল্যান কর্মকর্তা মো. আনোয়ার হোসেন ও টিকাদান সুপারভাইজার ফেরদৌসী আক্তার প্রমুখ।

বাজার পরিদর্শক খাজা সাফিউল বাসার রুজমনের উপস্থাপনায় পৌরসভার সহকারী প্রকৌশলী মো. ইদ্রিস মিয়া, মো. মাহবুবুর-রশিদ, মো. আব্দুর রাজ্জাক, হিসাব রক্ষক মো. হাবিব উল্লাহ ভুঁইয়া, লাইসেন্স পরিদর্শক মো. আলমগীর হোসেন, উচ্চমান হিসাব সহকারী আব্দুল লতিফসহ সকল কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়