প্রকাশ : ১৭ অক্টোবর ২০২২, ১৯:৪৪
জেলা পরিষদ নির্বাচন-২০২২
মতলবে সদস্য পদে আল আমিন ফরাজী ও মহিলা সদস্য তাছলিমা আক্তার নির্বাচিত
জেলা পরিষদ নির্বাচনে মতলব উত্তর- দক্ষিণ ও কচুয়া উপজেলার মহিলা সদস্য তাছলিমা আক্তার বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এছাড়া সাধারণ সদস্য পদে ৪নং ওয়ার্ড মতলব দক্ষিণ উপজেলায় দ্বিতীয়বারের মতো সদস্য নির্বাচিত হয়েছেন মোঃ আল-আমীন ফরাজি (হাতি) ও মতলব উত্তর উপজেলার সদস্য নির্বাচিত হয়েছেন আলাউদ্দিন সরকার (তালা)।
|আরো খবর
জানা যায়, জেলা পরিষদ নির্বাচনে ৪নং ওয়ার্ড মতলব দক্ষিণ উপজেলায় সাধারণ সদস্য পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দিতা করে। প্রাপ্ত বেসরকারি ফলাফলে আল-আমিন ফরাজি (হাতি) ৪১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী মোঃ জসীম উদ্দিন মিঠু (টিউবওয়েল) পেয়েছে ৩৪ ভোট, বিয়াদুল আলম রিয়াদ (তালা) পেয়েছে ১৩ ভোট ও ফরহাদ হোসেন (অটোরিকশা) পেয়েছে ১ ভোট পেয়েছেন, বাদল ফরাজী (উট পাখি) কোন ভোট পায়নি।
মহিলা সদস্য তাসলিমা আক্তার (ফুটবল) ২শত ১৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। মতলব দক্ষিণ উপজেলায় পেয়েছে ৩০ ভোট, মতলব উত্তর উপজেলায় পেয়েছে ১শত ৬ ভোট ও কচুয়া উপজেলায় পেয়েছেন ৭৯ ভোট।
প্রিসাইডিং অফিসার ও উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আলী ফয়সাল বলেন, পুরোটা সময়ে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলেছে।