বুধবার, ০৬ নভেম্বর, ২০২৪  |   ৩১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কচুয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ
  •   নির্মাণের এক বছর না যেতেই ফরিদগঞ্জ কেন্দ্রীয় মডেল মসজিদের বেহাল দশা
  •   শেষ হলো পদ্মা-মেঘনায় জাল ফেলার নিষেধাজ্ঞা
  •   ফরিদগঞ্জে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার
  •   মোবাইল ব্যবহারে নিষেধ করায় শিশু শিক্ষার্থীর আত্মহত্যা

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২২, ১৮:৩০

মহাপবিত্র ঈদ এ মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে র‌্যালী

মহাপবিত্র ঈদ এ মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে র‌্যালী
কচুয়া ব্যুরো

মহাপবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে কচুয়ার নলুয়া বাজার সংলগ্ন বালুর মাঠ থেকে ৯ম বারের মতো এক বিশাল রেলি বের করা হয়েছে।

গতকাল শনিবার ১৫ই আগস্ট সকালে জশনে জুলুস ঈদ এ মিলাদুন্নবী উদযাপন কমিটি ৯ নং ইউনিয়ন নলুয়া বাজার শাখার উদ্যোগে রেলি বের করা হয়। রেলিটির শুভ উদ্বোধন করেন- শ্রীরামপুর মোহাম্মাদিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মাওলানা নুরুল আলম মজুমদার।

রেলিটি নলুয়া বাজার বালুর মাঠ থেকে শুরু হয়ে উপজেলার সাহেদাপুর, দৌলতপুর, পালগিরি, লুন্তি, মনোহরপুর ও নোয়াগাঁও গ্রাম ও উপজেলার মেইন সড়ক সমূহ প্রদক্ষিণ শেষে পুনরায় বালুর মাঠে এসে প্রথম অধিবেশনের সমাপ্তি ঘটে। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের খতিব, শিক্ষক, পেশাজীবি, সমাজসেবক, সামাজিক সংগঠন ও রাজনীতিবিদ সহ সর্বস্তরের হাজার হাজার নবী প্রেমিক মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

দ্বিতীয় অধিবেশনে আলহাজ্ব আব্দুল মতিন সাহেবের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন-শাহজাহানপুর গাউছুল আজম জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল মোস্তফা রাহিম আল আজহারী।

এ সময় উপস্থিত ছিলেন মাওলানা মুফতি মোহাম্মদ এবিএম সাদেক উল্যাহ, আলহাজ্ব মাওলানা শহিদুল্লাহ ও দেশবরেণ্য আলেমেদ্বীন।

অনুষ্ঠানটির সাবিক সহযোগিতায় ছিলেন আলা হযরত ইমাম আহমদ রেজা খা (রহ) পাঠাগার ও যুব কমিটি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়