বুধবার, ০৬ নভেম্বর, ২০২৪  |   ৩১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কচুয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ
  •   নির্মাণের এক বছর না যেতেই ফরিদগঞ্জ কেন্দ্রীয় মডেল মসজিদের বেহাল দশা
  •   শেষ হলো পদ্মা-মেঘনায় জাল ফেলার নিষেধাজ্ঞা
  •   ফরিদগঞ্জে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার
  •   মোবাইল ব্যবহারে নিষেধ করায় শিশু শিক্ষার্থীর আত্মহত্যা

প্রকাশ : ১৪ অক্টোবর ২০২২, ১৮:১২

সাংবাদিকদের সাথে জেলা পরিষদের সদস্য প্রার্থী জোবায়েরের মতবিনিময়

সাংবাদিকদের সাথে জেলা পরিষদের সদস্য প্রার্থী জোবায়েরের মতবিনিময়
অনলাইন ডেস্ক

আসন্ন চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে ৬নং কচুয়া ওয়ার্ডের সদস্য প্রার্থী জোবায়ের হোসেন সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। গতকাল শুক্রবার কচুয়া প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে প্রেসক্লাবের সভাপতি আলমগীর তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুজন পোদ্দারের সঞ্চালনায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন-সদস্য প্রার্থী জোবায়ের হোসেন, পৌর কাউন্সিলর আবুল খায়ের রুমি, কচুয়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আবুল হোসেন, সাবেক সভাপতি মানিক ভৌমিক, সহসভাপতি মোহাম্মদ মহিউদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক আহসান হাবীব সুমন, সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম ও মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, সহসাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন বিপ্লব ও সদস্য আবু সাঈদ প্রমুখ।

সদস্য প্রার্থী জোবায়ের হোসেন তাঁর বক্তব্যে বলেন, আমি গত ৫ বছর যাবৎ জেলা পরিষদের সদস্য পদে অধিষ্ঠিত ছিলাম। এসময় করোনা মহামারি সংকট ও স্থানীয় রাজনৈতিক অস্থিরতার মাঝে আমি আমার দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করার চেষ্টা করেছি। জেলা পরিষদের যে সকল বরাদ্ধ আমি পেয়েছি, ১ থেকে ৭টি ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বারদের মাধ্যমে সুষ্ঠভাবে বিতরণ ও কার্যক্রম সম্পন্ন করেছি। কোন বরাদ্ধ নিয়ে কোন অনিয়মের প্রশ্রয় নিয়েছি বলে কেউ অভিযোগ তুলতে পারেনি। আগামী দিনে আবারো নির্বাচিত হলে পৌরসভাসহ কচুয়ার ১২টি ইউনিয়নে সকল প্রকার বিতর্কের উর্ধ্বে থেকে সম্পূর্ন সচ্ছতার সাথে কার্যক্রম পরিচালনা করবো বলে অঙ্গীকার করছি। আমার বিরুদ্ধে কেউ কোন অনিয়মের কথা আপনাদের কাছে বললে উহার সচ্ছতার সাথে উত্তর দিতে আমি প্রস্তুত রয়েছি। বিগত দিনের ন্যায় ভবিষ্যতেও যাতে আমি জনগণের কল্যানে কাজ করতে পারি এ ব্যপারে সাংবাদিকদের সহযোগীতা কামনা করছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়