প্রকাশ : ১৬ জুলাই ২০২২, ১৮:৫৪
দেশের প্রতিটি সেক্টরে নারীরা এগিয়ে যাচ্ছে : মেয়র আবুল খায়ের পাটওয়ারী
ফরিদগঞ্জ পৌর এলাকাধীন সোনালী বালিকা উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি, ফরিদগঞ্জ পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত আবুল খায়ের পাটওয়ারী বলেছেন, একটি শিক্ষা প্রতিষ্ঠানকে যদি ব্যবস্থাপনা কমিটি, শিক্ষক ও অভিভাবকরা সম্মিলিতভাবে এগিয়ে নেয়ার চেষ্টা করে, তবে অবশ্যই প্রতিষ্ঠানটি শিক্ষার মান্নোয়নে ভাল ভুমিকা রাখতে পারবে। একই সাথে অবকাঠামোগত উন্নয়নও হবে।
|আরো খবর
আমি বিদ্যালয়টির সভাপতি হিসেবে দায়িত্ব নিয়ে আপনাদের কথা দিতে পারি আমি সকলকে নিয়ে কাজ করবো। যাতে প্রতিষ্ঠানটি একটি আদর্শ প্রতিষ্ঠান হিসেবে পরিগনিত হয়। আমাদের মনে রাখতে হবে নারী শিক্ষাকে এগিয়ে নিতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে। ফলে আজ দেশের প্রতিটি সেক্টরে নারীরা এগিয়ে যাচ্ছে। প্রশাসন, পুলিশ, বিচার বিভাগসহ সকল কিছুতেই আজ নারীরা এগিয়ে। তাই আমাদেরও শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ভালভাবে শিক্ষাদান করে যোগ্য নাগরিক হিসেবে তাদের গড়ে তুলতে সাহায্য করতে হবে।
একই সাথে আমার আরেকটি প্রধান কাজ হবে দ্রুতলয়ে ভোটার তালিকা হালনাগাদ করে একটি গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করা। এজন্য আপনারা এখন থেকে কাজে নেমে পড়েন। এই কাজে আমার যতটুকু সহযোগিতা প্রয়োজন অবশ্যই তা করবো।
শনিবার (১৬ জুলাই) দুপুরে বিদ্যালয়ের ব্যবস্থা কমিটির প্রথম সভায় সভাপতির বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা বলেন। এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম মিজানুর রহমান, শিক্ষক প্রতিনিধি মজিবুর রহমান, অভিভাবক প্রতিনিধি লিয়াকত হোসেনসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে পৌর মেয়র ও বিদ্যালয়ের সভাপতিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকবৃন্দ।