বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জে সংবাদকর্মীর কন্যাকে অপহরণ চেষ্টায় অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারের দাবি ফরিদগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের
  •   লক্ষ্মীপুরে মাদকসহ বাবা ও দুই ছেলে আটক
  •   চাঁদপুর সদর মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৮ আসামী আটক
  •   ফরিদগঞ্জ পাকহানাদার মুক্ত দিবস পালন
  •   যৌথ অভিযানে কচুয়া থানার লুণ্ঠিত পিস্তলের ৮ রাউন্ড গুলি উদ্ধার

প্রকাশ : ১৪ জুলাই ২০২২, ১৭:১৪

ফরিদগঞ্জে মতবিনিমিয় সভায়

সদিচ্ছা থাকলে সকলে সম্মিলিত ভাবে সমাজের অনেক সমস্যা সমাধান করা সম্ভব- জেলা প্রশাসক

ফরিদগঞ্জ ব্যুরো
সদিচ্ছা থাকলে সকলে সম্মিলিত ভাবে সমাজের অনেক সমস্যা সমাধান  করা সম্ভব- জেলা প্রশাসক

চাঁদপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কামরুল হাসান বলেছেন, মাদক, কিশোর গ্যাংসহ সকল সামাজিক অপরাধ সমূহ দুর করতে হলে জনপ্রতিনিধি, সুধীমহল এবং সমাজের বিশিষ্টজনসহ সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা প্রয়োজন। আমরা প্রশাসনের লোকজন সহায়ক শক্তি হিসেবে পাশে থাকবো। এর জন্য প্রয়োজন সদিচ্ছা। কারণ সদিচ্ছা থাকলে সম্মিলিত ভাবে সমাজের অনেক সমস্যা সহজেই সমাধান সম্ভব। বৃহষ্পতিবার (১৪ জুলাই) সকালে ফরিদগঞ্জ উপজেলার জনপ্রতিনিধি, সরকারি বিভাগীয় কর্মকর্তা, সাংবাদিক ও সুধীজনের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

তিনি তাঁর বক্তব্যে আরো বলেন কিশোর গ্যাং বা মাদক নির্মুলে সমাজিক ভাবে নানা কর্মসূচীর সাথে সাথে ক্রীড়া চর্চা, সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান বেশি করে আয়োজন করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তাদের একাডেমিক ক্যালেণ্ডারে সারাবছর ব্যাপি এসব কর্মসূচী আয়োজন করতে হবে। তবেই আমাদের ভবিষ্যত প্রজন্ম এসব অসঙ্গতি থেকে সরে আসবে। আমাদের মনে রাখতে হবে অপরাধ নির্মুলে শুধু আইন প্রয়োগই যথেস্ট নয়। তাদের যথাযথ মোটিভেশন প্রয়োজন। কারণ একজন কিশোর বা মাদক ব্যবসায়ী জেল বা সংশোধনাগার থেকে বের হলে স্বাভাবিক জীবনে ফিরে আসার ঘটনা খুবই কম দেখা যায়। উপজেলা নির্বাহী অফিসার তাসলিমুন নেছার সভাপতিত্বে মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন, উপজেলা আ'লীগের সভাপতি ও পৌর মেয়র যুদ্ধাহত বীরমুক্তিযােদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএস তছলিম, মুক্তিযোদ্ধা কমান্ডার সহিদ উল্যা তপদার, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মর্কতা ডাঃ আশরাফ আহম্মেদ চৌধুরী, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শহিদ হোসেন, উপজেলা শিক্ষা অফিসার মনিরুজ্জামান, ৯ নং গোবিন্দপুর উত্তর ইউপি চেয়ারম্যান শাহ আলম শেখ , ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান, সাবেক সভাপতি, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ও সাপ্তাহিক আলোকিত ফরিদগঞ্জ পত্রিকার সম্পাদক ও প্রকাশক নুরুন্নবী নোমান, প্রেসক্লাবের সাধারন সম্পাদক আবদুস ছোবহান লিটন প্রমূখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়