প্রকাশ : ০৬ জুলাই ২০২২, ১৯:৩৪
সাংবাদিকরা সমাজের আয়না : বীর মুক্তিযোদ্ধা এম.এ কুদ্দুস
চাঁদপুরের মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস বলেন, সাংবাদিকরা সমাজের আয়না। তাদের আয়নার মতো স্বচ্ছ থাকা প্রয়োজন। এ পেশাকে কলঙ্কমুক্ত করতে হলে সাংবাদিকদের মান উন্নত করতে হবে। তাছাড়া হলুদ সাংবাদিক মুক্ত করতে হবে। তিনি আরও বলেন, বর্তমানে একটি কার্ড ব্যবহার করেই সাংবাদিক হয়ে যাচ্ছেন। অনেকের যোগ্যতা না থাকলেও তারা একটি কার্ড সংগ্রহ করেই সাংবাদিক পরিচয় দিচ্ছে। সময় এসেছে প্রকৃত সাংবাদিকদের সম্মানের দিকে তাকিয়ে হলেও আপনারা ব্যবস্থা নিন।
|আরো খবর
বুধবার(৬ জুলাই) সকালে উপজেলা চেয়ারম্যান এর কার্যালয়ে মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ফুলেল শুভেচ্ছা বিনিময়কালে উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস উপরোক্ত কথাগুলো বলেন।
মতলব উত্তর উপজেলা প্রেস ক্লাবের নব গঠিত আহ্বায়ক কমিটির ফুলেল শুভেচ্ছা বিনিময়ের সময় উপস্থিত ছিলেন আহ্বায়ক কমিটির সদস্য সচিব মমিনুল ইসলাম, সদস্য ইসরাফিল খাঁন বাবু, জাকির হোসেন বাদশা, বাবুল মুফতী, প্রভাষক আলমাছ মিয়া আরাফাত আল আমিন, ইসমাইল খান টিটু, তুহিন ফয়েজ, আমিনুল ইসলাম আল আমিন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান প্রধান, মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের পানি ব্যবস্থাপনা ফেডারোশনের সাধারণ সম্পাদক সরকার আলাউদ্দিন, গজর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান সরকার ওয়াদুদ, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক মিরাজ খালিদ, ছেংগারচর পৌর শ্রমিক লীগের সভাপতি সিরাজুল ইসলাম প্রমুখ।