শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৯ জুলাই ২০২১, ২২:৩১

ফরিদগঞ্জে আশ্রয়ন প্রকল্পের ঘরপ্রাপ্তদের ঈদ উপহার দিলেন ইউএনও

প্রবীর চক্রবর্তী
ফরিদগঞ্জে আশ্রয়ন প্রকল্পের ঘরপ্রাপ্তদের ঈদ উপহার দিলেন ইউএনও

ফরিদগঞ্জে ভুমিহীন হিসেবে চিহ্নিত মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ঘর পাওয়া পরিবারের মাঝে ঈদ উপহার তুলে দিয়েছেন ফরিদগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা শিউলী হরি।

আজ সোমবার তিনি উপজেলার বালিথুবা পশ্চিম ইউনিয়নের বাঘড়া বাজারস্থ ১৩টি পরিবারের মাঝে ঈদের শাড়ি, চাল যাল নিত্যপ্রয়োজনীয় সামগ্রী এবং চিনি সেমাই তুলে দেন তাদের হাতে। এ সময় স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শফিকুর রহমান পাটওয়ারীসহ লোকজন উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে ইউএনও শিউলী হরি বলেণ, ঘর পাওয়া মানুষগুলোর সাথে পরিচয়ের অনেকদিন পেরিয়েছে। সেই ভূমিহীন যাচাই-বাছাই থেকে শুরু করে ঘর বরাদ্দ দেয়া, ঘর বুঝিয়ে দেয়া এবং প্রতিনিয়ত তাদের খবর নিতে যেয়ে সত্যিকার অর্থেই তারা বেশ কাছের মানুষ হয়ে গিয়েছে। ঈদের আগে ওদের কিছু উপহার দেয়ার ইচ্ছে হয়। সেই ইচ্ছতেই আজ ওদের দেখতে যাওয়া এবং খুব সামান্য কিছু উপহার দেয়া। সামান্য উপহারে ওদের খুশি দেখে আমিও আনন্দিত।

উল্লেখ্য, ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পশ্চিম ইউনিয়নের বাঘড়া বাজারে ১৩টি এবং রূপসা দক্ষিণ ইউিনিয়নের দক্ষিণ সাহেবগঞ্জ গ্রামে ৭টিসচ দ্বিতীয় দফায় ২০টি ঘর তৈরি শেষে তাদের মাঝে হস্তান্তর করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়