সোমবার, ০৪ নভেম্বর, ২০২৪  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কচুয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ
  •   নির্মাণের এক বছর না যেতেই ফরিদগঞ্জ কেন্দ্রীয় মডেল মসজিদের বেহাল দশা
  •   শেষ হলো পদ্মা-মেঘনায় জাল ফেলার নিষেধাজ্ঞা
  •   ফরিদগঞ্জে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার
  •   মোবাইল ব্যবহারে নিষেধ করায় শিশু শিক্ষার্থীর আত্মহত্যা

প্রকাশ : ২৪ মে ২০২২, ২১:১৫

চাঁদপুর জেলা ট্রাফিক বিভাগ পরিদর্শনে পুলিশ সুপার

গোলাম মোস্তফা
চাঁদপুর জেলা ট্রাফিক বিভাগ পরিদর্শনে পুলিশ সুপার

সড়কের শৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ পুলিশ বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ ইউনিট ট্রাফিক বিভাগ, চাঁদপুরের বার্ষিক পরিদর্শন করেন চাঁদপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার মিলন মাহমুদ বিপিএম (বার)। ২৪ মে মঙ্গলবার সকাল ১০টায় চাঁদপুর মডেল থানা এরিয়ায় অবস্থিত চাঁদপুর ট্রাফিক অফিসে আসলে প্রথমে গার্ড অব অনার এবং প্রথা অনুযায়ী প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে দীর্ঘ সময়ে তিনি ট্রাফিক পুলিশ অফিসে বিভাগের গত ১ বছরের বিভিন্ন কার্যক্রমের সকল কিছু দেখেন এবং বিভিন্ন কার্যক্রম ঘুরে ঘুরে দেখেন। পরে সদর ট্রাফিক অফিস ও দাপ্তরিক কার্যক্রম নিরীক্ষণ শেষে মাননীয় পুলিশ সুপার মিলন মাহমুদ পিপিএম (বার) উপস্থিত ট্রাফিক অফিসার ও ফোর্সেদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।

এ সময় উপস্থিত ট্রাফিক পুলিশ সদস্যের উদ্দেশ্যে বলেন, কারো অগ্রহণযোগ্যতা অপেশাদারিত্বের বিনিময়ে ঐতিহ্যবাহী পুলিশ বাহিনীর কোনো বদনাম ডেকে আনা যাবে না। নিজ অবস্থান থেকে নিজের মন বিবেক আত্মমর্যাদার কাছে পরিচ্ছন্ন থেকে স্বচ্ছতার ভিত্তিতে নিষ্ঠার সাথে ট্রাফিক ব্যবস্থাপনা ও জনকল্যাণমুখী কাজ করার জন্যে বিশেষ দিকনিদের্শনা প্রদান করেন।

এ সময় চাঁদপুর জেলা ট্রাফিক পুলিশের টিআই (এডমিন) মোঃ জহিরুল ইসলাম ভূঁইয়া, চাঁদপুর সদর মডেল থানা পুলিশের ইনচার্জ মোঃ আব্দুর রশীদসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়