রবিবার, ০৩ নভেম্বর, ২০২৪  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ০৪ মে ২০২২, ১৩:৩১

মতলবে ঈদের দিন ঘুরতে এসে ফারিয়ার বাড়ি ফেরা হলো না

রেদওয়ান আহমেদ জাকির
মতলবে ঈদের দিন ঘুরতে এসে ফারিয়ার বাড়ি ফেরা হলো না

ঈদের দিন নতুন পোষাক পরে কপালে টিপ, হাতে মেহেদী দিয়ে অটোরিক্সায় ঘুরতে বের হয়েছিল ফারিয়াসহ তার খালাতো বোন বেশ কয়েকজন। ঘুরতে এসে ফারিয়া (১৫) নামে এক স্কুল ছাত্রীর বাড়ী ফেরা হলো না। পৌর এলাকার দগরপুর মোড়ে অটোরিক্সার মোড় ঘুরাতে গিয়ে মাথায় আঘাত পেয়ে ফারিয়ার মৃত্যু হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার অটোরিক্সা দিয়ে ঘুরতে বের হয়েছিল ফারিয়া (১৫), খালাতো বোন ফারজানা (১৫), ভাতিজি ঝর্ণা (৯) ও ভাগনি ফারিয়া (১৫) নামে কয়েকজন। হঠাৎ করে দ্রুতগামী অটোরিক্সার মোড় ঘুরাতে গিয়ে মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হয় ফারিয়া ও রিক্সায় থাকা অন্যান্যরা। পথচারীরা তাদের উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্মরত চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চাঁদপুর সদর হাসপাতালে প্রেরন করে। পরে কর্মরত চিকিৎসক ফারিয়াকে মৃত ঘোষণা করেন। তাদের বাড়ি চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মনোহরখাদী গ্রামে। ফারিয়া মৃত নুরুল ইসলামের মেয়ে, সে আমিরাবাজ জিকে উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।

এ ঘটনায় রিক্সা চালককে আটক করেছে চাঁদপুর সদর হাসপাতালের পুলিশ। পরে লাশ ময়না তদন্ত শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এ বিষয়ে মতলব দক্ষিন থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন মিয়া বলেন, ঘটনাটি শুনেছি। এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেব।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়