প্রকাশ : ০৩ মে ২০২২, ১২:৫৩
চাঁদপুর পুলিশ লাইন জামে মসজিদে পবিত্র ঈদ ফিতরের নামাজ অনুষ্ঠিত
এক মাস সিয়াম সাধনার পর সাড়াদেশের সাথে চাঁদপুরেও যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে মুসলিম ধর্মাবলম্বীদের ধর্মীয় দু'টি উৎসবের একটি পবিত্র ঈদুল ফিতর। গত দু বছরে করোনা মহামারি পর এবাররঈদ উল ফিতরের জামাতে কোন ধরনের বিভিন্ন বিধি নিষেধ থাকায় সবার মাঝে উৎসবের আমেজ লক্ষ্য করা যায়। এখানে সকাল ৮টায় ঈদের ১ম নামাজ জামাত ও পৌনে ৯টায় ২য় জামাত অনুষ্ঠিত হয়।
|আরো খবর
প্রথম জামাতে চাঁদপুর জেলা পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম (বার), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসিফ মহিউদ্দিন পিপিএম, চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবদুর রশিদ সহ পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও অন্যান্য মুসল্লিগণ নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা।
১ম জামাতের ইমামতির ও দোয়া পরিচালনা করেন পুলিশ লাইন জামে মসজিদের খতিব মুফতি মাওলানা আব্দুস সালাম। মোনাজাতে বাংলাদেশ সহ পৃথিবী থেকে মহামারী করোনাভাইরাস থেকে রক্ষা ও সকলকে স্রষ্টার ক্ষমা, অনুগ্রহ এবং দেশের শান্তি-সমৃদ্ধি কামনা করে দোয়া চাওয়া হয়।