শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৯ মার্চ ২০২২, ১০:৪৩

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে চাঁদপুর জেলা উই’র আলোচনা সভা

অনলাইন ডেস্ক
আন্তর্জাতিক নারী দিবস  উপলক্ষে চাঁদপুর জেলা উই’র আলোচনা সভা

৮ মার্চ মঙ্গলবার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে Women & e-Commerce Trust-WE-এর চাঁদপুর জেলার উদ্যোক্তারা আলোচনা সভার আয়োজন করেছে। এখানে চাঁদপুর জেলার বিভিন্ন উপজেলা থেকে উদ্যোক্তরা অংশগ্রহণ করেন। উদ্যোক্তরা নিজেদের উদ্যোগের কথা একে অপরকে বলেছেন। আজকে নারীরা যে পিছিয়ে নেই, নিজেদের গুণ ও মেধা দিয়ে অনলাইন প্লাটফর্ম ব্যবহার করে নিজেদের পরিচয় তৈরি করছে। চাঁদপুর জেলার উদ্যোক্তারা বাংলাদেশের ৬৪ জেলার নারীদের চেয়ে অনেক এগিয়ে এবং উই গ্রুপের উদ্যোক্ততাদের পণ্য দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও চলে যাচ্ছে ।

চাঁদপুর জেলার একজন কর্মঠ উদ্যোক্তা তানিয়া ইসলামের সবাই মিলে রেস্টুরেন্টে মঙ্গলবার বিকেলে এ প্রাণবন্ত আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠান সঞ্চালনায় চাঁদপুর জেলার উদ্যোক্তা এবং উই’র জেলা কো-অর্ডিনেটর খাদিজা আক্তার তুলি। এতে সভাপতিত্ব করেন চাঁদপুর জেলার উই’র ড্রিস্টিক্ট হেড পূর্নিমা রয়। সহযোগিতায় ছিলেন বাম্পী রায়, আমেনা বারী, পান্না আক্তার।

এর সাথে সহযোগী হিসেবে ও সদস্য হিসেবে উপস্থিত ছিলেন ফারজানা ইসলাম তৃশ্না, ফাতেমা তুজ জোহরা, শায়লা সাখাওয়াত, নিপা নূর, জোহরা পিংকি, নিলুফা, ইতি, নাছরিন, লিপি, জুয়েল রানা, আবিদ, তিশা মরিয়ম, ইয়াসমিন প্রমুখ।

নারীদের এভাবে এগিয়ে যেতে প্রতিনিয়ত সহযোগিতা করে যাচ্ছে সবাই । উই ট্রাস্ট চাঁদপুর জেলাতে উদ্যোক্তাদের জন্য বিভিন্ন ট্রেনিং লোন এবং ট্রেড লাইসেন্স-এর সুযোগ সুবিধার জন্য কাজ করছেন তাদের প্রতিনিধির মাধ্যমে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়