রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ০৯ মার্চ ২০২২, ১০:৪৩

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে চাঁদপুর জেলা উই’র আলোচনা সভা

অনলাইন ডেস্ক
আন্তর্জাতিক নারী দিবস  উপলক্ষে চাঁদপুর জেলা উই’র আলোচনা সভা

৮ মার্চ মঙ্গলবার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে Women & e-Commerce Trust-WE-এর চাঁদপুর জেলার উদ্যোক্তারা আলোচনা সভার আয়োজন করেছে। এখানে চাঁদপুর জেলার বিভিন্ন উপজেলা থেকে উদ্যোক্তরা অংশগ্রহণ করেন। উদ্যোক্তরা নিজেদের উদ্যোগের কথা একে অপরকে বলেছেন। আজকে নারীরা যে পিছিয়ে নেই, নিজেদের গুণ ও মেধা দিয়ে অনলাইন প্লাটফর্ম ব্যবহার করে নিজেদের পরিচয় তৈরি করছে। চাঁদপুর জেলার উদ্যোক্তারা বাংলাদেশের ৬৪ জেলার নারীদের চেয়ে অনেক এগিয়ে এবং উই গ্রুপের উদ্যোক্ততাদের পণ্য দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও চলে যাচ্ছে ।

চাঁদপুর জেলার একজন কর্মঠ উদ্যোক্তা তানিয়া ইসলামের সবাই মিলে রেস্টুরেন্টে মঙ্গলবার বিকেলে এ প্রাণবন্ত আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠান সঞ্চালনায় চাঁদপুর জেলার উদ্যোক্তা এবং উই’র জেলা কো-অর্ডিনেটর খাদিজা আক্তার তুলি। এতে সভাপতিত্ব করেন চাঁদপুর জেলার উই’র ড্রিস্টিক্ট হেড পূর্নিমা রয়। সহযোগিতায় ছিলেন বাম্পী রায়, আমেনা বারী, পান্না আক্তার।

এর সাথে সহযোগী হিসেবে ও সদস্য হিসেবে উপস্থিত ছিলেন ফারজানা ইসলাম তৃশ্না, ফাতেমা তুজ জোহরা, শায়লা সাখাওয়াত, নিপা নূর, জোহরা পিংকি, নিলুফা, ইতি, নাছরিন, লিপি, জুয়েল রানা, আবিদ, তিশা মরিয়ম, ইয়াসমিন প্রমুখ।

নারীদের এভাবে এগিয়ে যেতে প্রতিনিয়ত সহযোগিতা করে যাচ্ছে সবাই । উই ট্রাস্ট চাঁদপুর জেলাতে উদ্যোক্তাদের জন্য বিভিন্ন ট্রেনিং লোন এবং ট্রেড লাইসেন্স-এর সুযোগ সুবিধার জন্য কাজ করছেন তাদের প্রতিনিধির মাধ্যমে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়