বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৪, ০০:০০

হাজীগঞ্জে ব্যাপক আয়োজন বই উৎসব পালিত

কামরুজ্জামান টুটুল ॥
হাজীগঞ্জে ব্যাপক আয়োজন বই উৎসব পালিত

সারাদেশের ন্যায় সোমবার ১ জানুয়ারি ব্যাপক আর বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বই উৎসব পালিত হয়েছে। প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কারিগরি স্কুলগুলোর প্রতিটি শিক্ষার্থীর হাতে ২০২৪ শিক্ষাবর্ষের পাঠ্য বই তুলে দেয়া হয়।

এ দিন সকাল ৯টায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বই উৎসবের শুভ সূচনা করে হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বই বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল। সভাপ্রধানের দায়িত্ব পালন করেন ব্যবস্থাপনা কমিটির সভাপতি সৈয়দ আহম্মেদ খসরু। বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর হোসেন। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন। উৎসবে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির অন্য সদস্যগণ, শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

অপরদিকে বেলা ১১টার দিকে হাজীগঞ্জ সরকারি পাইলট হাই স্কুল এন্ড কলেজের স্কুল শাখায় বই উৎসবের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল। বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর হোসেন, অধ্যক্ষ আবু ছাইদ প্রমুখ। উৎসবে বিদ্যালয়ের অন্য শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে একই দিন উপজেলার অন্য সকল প্রাথমিক বিদ্যালয় সমূহ, কিন্ডারগার্টেন সমূহ, মাধ্যমিক বিদ্যালয় সমূহ, ইবতেদায়ী ও দাখিল মাদ্রাসা সমূহ ও কারিগরি বিদ্যালয়গুলোতে প্রথম শ্রেণি থেকে ৯ম শ্রেণি পর্যন্ত সকল শিক্ষার্থীর হাতে ২০২৪ শিক্ষাবর্ষের নতুন পাঠ্য বইয়ের সেট তুলে দেয়া হয়। বই উৎসব উপলক্ষে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ পরিলক্ষিত হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়