বৃহস্পতিবার, ০৭ নভেম্বর, ২০২৪  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ
  •   চাঁদপুর সদরের শাহমাহমুদপুর ইউনিয়নের মান্দারি লোহাগড় গ্রামে দুটি পুকুরে বিষ দিয়ে ১৫ লাখ টাকার মাছ নিধন
  •   গৃহবধূ আসমার খুনিদের বিচারের দাবিতে ফরিদগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন
  •   কচুয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তরে অভিযোগ
  •   হাজীগঞ্জের সন্তান অতিরিক্ত ডিআইজি জোবায়েদুর রহমানের ইন্তেকাল

প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৪, ০০:০০

মতলব উত্তরে নৌকার সমর্থনে মহিলা আওয়ামী লীগের উঠোন বৈঠক

মাহবুব আলম লাভলু ॥
মতলব উত্তরে নৌকার সমর্থনে মহিলা আওয়ামী লীগের উঠোন বৈঠক

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও চাঁদপুর-২ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী জননেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রমের নৌকা প্রতীকের উঠোন বৈঠকে মতলব উত্তর ও দক্ষিণ উপজেলা মহিলা আওয়ামী লীগের উপদেষ্টা পারভিন চৌধুরী রিনা বলেছেন, আমি সন্তানহারা মা। আপনারা জানেন আমার ছেলে সাজেদুল হোসেন চৌধুরী দিপু দুনিয়ার মায়া ছেড়ে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছে। আমরা তার মৃত্যুর শোকে কাতর হয়ে গেছি। সন্তান মরার ব্যথা যার যার মা-ই জানে এ ব্যথা বেদনা কত কষ্টের। বুক ভরা ব্যথা নিয়ে আজ আপনাদের সম্মুখে ভোট ভিক্ষার জন্যে এসেছি। দিপুর রুহের মাগফেরাত কামনা করি ও আপনাদের কাছে দোয়া প্রার্থনা করছি, দিপুকে যেন আল্লাহতায়ালা রাব্বুল আলামিন বেহেস্ত নসিব করেন।

৩০ ডিসেম্বর বিকেলে মতলব উত্তরের ফতেপুর পূর্ব ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের উদ্যোগে নৌকা প্রতীকের উঠোন বৈঠকে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

পারভিন চৌধুরী বলেন, ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। ওই নির্বাচনে দিপুর বাবা দলীয় প্রতীক নৌকার মনোনয়ন পেয়ে নৌকা প্রতীকের প্রার্থী হয়ে আপনাদের দ্বারে দ্বারে গিয়ে নৌকা প্রতীকে ভোট চাচ্ছেন। আপনারা নৌকা প্রতীককে বিপুল ভোটে জয়ী করে মায়া চৌধুরীকে সংসদ সদস্য নির্বাচিত করুন। তাহলেই উন্নয়ন হবে দৃশ্যমান।

তিনি মা-বোনদের উদ্দেশ্য বলেন, নৌকায় ভোট দিলে মহিলাদের কর্মসংস্থানের সুযোগ হয়। তাই নৌকা মার্কায় ভোট দেয়ার আহ্বান জানান রিনা চৌধুরী।

উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি পারভিন শরীফের সভাপ্রধানে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী সালাউদ্দিনের উপস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুবর্না চৌধুরী বিনা, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লাভলী আক্তার, মহিলা আওয়ামী লীগ নেতা শান্তা ইসলাম, শিউলি আক্তার, তাহমিনা আক্তার নিপা, জোহরা বেগম, মনি আক্তার, সুমি আক্তার, ডলি আক্তার, হাসিনা চৌধুরী, রেখা রাণী, সন্ধ্যা রাণী, সবিতা রাণী ও নাসরিন আক্তার কাজল প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়