রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ১৮ আগস্ট ২০২২, ০০:০০

হাইমচরে তৃণমূল যুবলীগ ও ছাত্রলীগ
মোঃ সাজ্জাদ হোসেন রনি ॥

জাতীয় শোক দিবস উপলক্ষে হাইমচর উপজেলায় দুঃসময়ে দলের জন্যে নিঃস্বার্থভাবে কাজ করে যাওয়া যুবলীগ, ছাত্রলীগ ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের উদ্যোগে সোমবার বিকেলে উপজেলা সদরের আলগী বাজারের থানা রোডস্থ মোতালেব প্লাজায় আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মোঃ হাবিবুর রহমান বেগের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ফখরুদ্দিন আলী আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক অ্যাডভোকেট এবিএম হামিদুর রহমান (রাসেল)। তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ছিলেন আজকের বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা। দেশ ও দেশের মানুষের জন্যে তাঁর আত্মত্যাগ অবিস্মরণীয়। ১৯৭১ সালের ৭ মার্চ ঐতিহাসিক রেসকোর্স ময়দানে জ্বালাময়ী ভাষণের মাধ্যমে তিনি স্বাধীনতার ডাক দেন। তাঁর ডাকে সাড়া দিয়ে এদেশের সর্বস্তরের জনগণ যুদ্ধের প্রস্তুতি নেয়।

প্রধান অতিথি ছাড়াও আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ নেতা আব্দুল খালেক আখন, মফিজ আখন, স্বেচ্ছাসেবক লীগ নেতা ইব্রাহিম মিজি, দক্ষিণ ইউনিয়ন যুবলীগ নেতা ইউসুফ তপাদার, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোতালেব জমাদারের ছেলে সাবেক ছাত্রলীগ নেতা আবু তালেব জমাদার বাবু প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাব, হাইমচরের সভাপতি মোঃ ফারুকুল ইসলাম, সহ-সভাপতি মহসিন মিয়া, সাধারণ সম্পাদক সাহেদ হোসেন দীপু, যুগ্ম সম্পাদক সাজ্জাদ হোসেন রনি, সাংগঠনিক সম্পাদক হাসান আল মামুন, বীর মুক্তিযোদ্ধা রুহুল আমীন বেপারী, মানিক পাটওয়ারী, উপজেলা আওয়ামী লীগের সদস্য আমান উল্লাহ সরকার, বিশিষ্ট সমাজসেবক আব্দুল কাদের গাজী, সাবেক ছাত্রলীগ নেতা মঞ্জুরুল হক নাইম সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা সোহরাব হোসেন টিটু, নীলকমল ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক নবাব মোল্লা, সাবেক ইউপি সদস্য আবুল হোসেন মেম্বার, হাইমচর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রলীগের নির্বাচিত সভাপতি মোঃ রুবেল হোসেন ভূঁইয়াসহ হাইমচর উপজেলার তৃণমূল পর্যায়ের আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়