রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ১৮ আগস্ট ২০২২, ০০:০০

হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ
পাপ্পু মাহমুদ ॥

হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে ওইদিন বিকেলে হাজীগঞ্জ বাজারের আনন্দ প্যালেসে আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সকল শহীদের জন্যে দোয়া করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব হেলাল উদ্দিন মিয়াজী।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী মোঃ মাঈনুদ্দিনের পরিচালনায় বক্তব্য রাখেন সহ-সভাপতি কাজী আনোয়ারুল হক হেলাল, অর্থ সম্পাদক আসফাকুল আলম চৌধুরী, মুক্তিযোদ্ধা ছিদ্দিকুর রহমান খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ, মির্জা শিউলী আক্তার, গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী নুরুর রহমান বেলাল, বড়কুল পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মনির হোসেন গাজী, ৫নং সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সফিকুর রহমান মীর, সাধারণ সম্পাদক মাহতাব হোসেন সবুজ, উপজেলা ছাত্রলীগের সভাপতি এবায়দুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক আবু ইউছুফ মোহন। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন ৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাওলানা মাঈনুদ্দিন মিয়াজী।

অনুষ্ঠানে অংশ নেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দীলিপ সাহা, সাংগঠনিক সম্পাদক শাহাদাত মজুমদার, প্রচার সম্পাদক শাহ জামাল, পৌর যুবলীগের আহ্বায়ক হায়দার পারভেজ সুজন প্রমুখ। বিভিন্ন ইউনিয়ন থেকে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের কয়েক শতাধিক নেতা-কর্মী উক্ত অনুষ্ঠানে যোগ দেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়