রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ১৭ আগস্ট ২০২২, ০০:০০

শোক দিবস পালনে চাঁদপুর হিলসা সিটি রোটার‌্যাক্ট ক্লাবের চিত্রাঙ্কন প্রতিযোগিতা
অনলাইন ডেস্ক

১৫ আগস্ট ২০২২ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে চাঁদপুর হিলসা সিটি রোটার‌্যাক্ট ক্লাব হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে। ক্লাবের সভাপতি তাহমিনা আক্তার সায়েমার সভাপতিত্বে এবং সচিব সালমা বেগম মিয়াজির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমত আরা শাফি বন্যা ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর রেলওয়ে শিশু বিদ্যালয়ের অধ্যক্ষ, চাঁদপুর সেন্ট্রাল ইনার হুইল ক্লাবের সভাপতি ও চাঁদপুর হিলসা সিটি রোটারী ক্লাবের ভাইস প্রেসিডেন্ট রোটাঃ মাহমুদা খানম।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথি বলেন, বঙ্গবন্ধুর জীবনাদর্শকে বুকে ধারণ করে সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে হবে। জাতীয় শোক দিবসে এই হোক আমাদের অঙ্গীকার। বিশেষ অতিথি বলেন, প্রজন্মের যারা আছো তাদেরকে বঙ্গবন্ধুর রচনা এবং বক্তৃতামালা পড়তে হবে, জানতে হবে। শোক দিবসে এটাই আমার আহ্বান।

চিত্রাঙ্কন প্রতিযোগিতায় জিনিয়া ইসলাম প্রথম, তাসপিয়া আক্তার দ্বিতীয়, আব্দুল্লাহ আন নাফি তৃতীয় ও তাসনিয়া তাসনিম তাকি চতুর্থ স্থান অর্জন করে। এদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়