বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২১, ০০:০০

হাইমচরের নিখোঁজ সাগরকে ফিরে পেলো তার পরিবার
শরীফুল ইসলাম ॥

গত ২ নভেম্বর দৈনিক চাঁদপুর কণ্ঠে ছবিসহ প্রকাশিত হারানো বিজ্ঞপ্তির সেই জাহিদুল ইসলাম সাগরকে ফিরে পেয়েছে তার পরিবার। গত ৩১ অক্টোবর হাইমচর উপজেলার চরভাঙ্গা গ্রামের মোঃ হারুন অর রশিদের কনিষ্ঠ পুত্র মোঃ জাহিদুল ইসলাম সাগর তার বাবার সাথে রাগ করে বিকেলে বাড়ি থেকে বেরিয়ে যায়। তারপর থেকে তাকে আর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিলো না। তাই তার বাবা গত ৭ নভেম্বর হাইমচর থানায় নিখোঁজ সংক্রান্ত একটি সাধারণ ডায়েরি করেন (নং-২৫০)। গতকাল ১৪ নভেম্বর সকাল আনুমানিক ১১টায় হঠাৎ করে চরভাঙ্গা গ্রামের কয়েকজন সাগরকে রাস্তায় হাঁটতে দেখে তার পরিবারের সদস্যদেরকে খবর দেয়। তৎক্ষণিক পরিবারের লোকজন এসে তাকে তাদের বাড়িতে নিয়ে যায়।

এলাকার সাধারণ জনগণ জানায়, সে এর আগেও কয়েকবার এভাবে বাড়ি থেকে চলে গিয়েছিল, পরে ২/৩ দিনের মধ্যে ফিরেও এসেছে। কিন্তু গত ৩১অক্টোবর যাওয়ার পর প্রায় ১৫ দিন পর বাড়িতে ফিরে এসেছে। সে এই ১৫ দিন ঢাকার এয়ারপোর্ট এলাকায় ছিলো। সে স্বেচ্ছায় বাড়ি থেকে চলে গিয়েছিল, আবার স্বেচ্ছায় ফিরে এসেছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়