শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২১, ০০:০০

হাজীগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
কামরুজ্জামান টুটুল ॥

হাজীগঞ্জের রাজারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুল হাদী মিয়ার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল বের হয়। শুক্রবার বিকেলে রাজারগাঁও বাজারে ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ব্যানারে অনুষ্ঠিত এ সমাবেশে দলীয় নেতা-কর্মী ছাড়াও সর্বস্তরের জনসাধারণ অংশগ্রহণ করেন।

এদিন বাদ আছর রাজারগাঁও বাজারস্থ ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে রাজারগাঁও পশ্চিম বাজার, পূর্ব বাজার ও উত্তর বাজার প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। ইউনিয়ন যুবলীগ নেতা ও ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুদ রানার সভাপ্রধানে সমাবেশে ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হাদী মিয়ার বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তারেক আজিজের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউপি সদস্য মিজানুর রহমান, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক কেএম ফয়েজ বাবু, সাংগঠনিক সম্পাদক গিয়াসউদ্দিন মজুমদার, বিল্লাল মৌলভী, রাজিবুল ইসলাম রুবেল, যুবলীগ নেতা ও ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি শাহনেওয়াজ মুন্সী, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বিপ্লব পাটওয়ারী প্রমুখ।

এ সময় ইউনিয়ন যুবলীগ নেতা শরীফুল ইসলাম নিপু, রুমান মিজি, খোকন শেখ, মোস্তফা বেপারী, আঃ আউয়াল, ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি সোহাগ আহমেদ ও রাসেল খান, সাংগঠনিক সম্পাদক রাজিব বেপারী, ইউনিয়ন তরুণ লীগের সভাপতি আব্দুল্লাহ জুয়েল, তরুণ লীগ নেতা পলাশ চন্দ্রসহ ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কয়েকশ নেতা-কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়