মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মিশরে ঈদে মিলাদুন্নবীর ঐতিহ্য ‘আরুসাত-আল-মোলিদ’ : জন্মদিনের পুতুল
  •   'বৈষম্যবিরোধী আন্দোলনের চেতনার রাজনৈতিক শক্তির বিকাশ অপরিহার্য'
  •   চাঁদপুরের ২৪তম পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব
  •   ফরিদগঞ্জে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে শোভাযাত্রা
  •   ওয়াইফাই সংযোগ দিতে গিয়ে প্রাণ গেল যুবকের

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

নতুনধারার ৪ দফায় ‘ত্রাণ উপহার’ প্রদান সম্পন্ন

প্রেস বিজ্ঞপ্তি ॥
নতুনধারার ৪ দফায় ‘ত্রাণ উপহার’ প্রদান সম্পন্ন

ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুরসহ বিভিন্ন এলাকার বন্যার্তদের মাঝে নতুনধারা বাংলাদেশ এনডিবির ৪ দফায় ‘ত্রাণ উপহার’ প্রদান সম্পন্ন হয়েছে। ২৬ আগস্ট শুরু হওয়া কর্মসূচি ৩০ আগস্ট সকাল ১০টা থেকে দিনব্যাপী চলে। দাগনভূঞার সিলোনিয়া, রাজাপুরসহ বিভিন্ন এলাকায় মোমিন মেহেদীর নেতৃত্বে নতুনধারার নেতৃবৃন্দ খাবার ও কাপড় বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান ডা. নূরজাহান নীরা, সদস্য আল আমিন বৈরাগী প্রমুখ।

নতুনধারার নেতৃবৃন্দ জানান, সর্বসম্মতিক্রমে নতুনধারার চেয়ারম্যান মোমিন মেহেদীর নেতৃত্বে তহবিল গঠন করা হয়। উক্ত সভায় সিদ্ধান্ত গৃহীত হয়, প্রথম দফায় নতুনধারার প্রেসিডিয়াম মেম্বার রাশেদা বেগমের তত্ত্বাবধানে ফেনীর দূর্গম এলাকায়, দ্বিতীয় দফায় সিনিয়র ভাইস চেয়ারম্যানের তত্ত্বাবধানে কুমিল্লার চৌদ্দগ্রামসহ বিভিন্ন এলাকায় এবং তৃতীয় দফায় ভাইস চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী ও চতুর্থ দফায় মোমিন মেহেদীর নেতৃত্বে লক্ষ্মীপুরসহ বিভিন্ন দূর্গম এলাকায় এই ত্রাণ প্রদান করা হবে। এ সময় নেতৃবৃন্দ বলেন, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানার দক্ষ নেতৃত্বে নতুনধারা বাংলাদেশ এনডিবির পক্ষ থেকে বন্যার শুরু থেকেই ফেনীতে উদ্ধার অভিযানে অংশ নেন নতুনধারা ফেনী জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মানজুর আলমসহ স্থানীয় নেতৃবৃন্দ। পঞ্চম দফায় নতুনধারা আবারো ফেনীতে ত্রাণ উপহার দিতে প্রস্তুতি নিচ্ছে। আগ্রহী যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান নতুনধারার ত্রাণ তহবিলে সহায়তার অর্থ দিতে চাইলে নতুনধারা বাংলাদেশ এনডিবির ব্যাংক একাউন্ট নম্বর ০১০০১১৬৫৫৯৮১৬, জনতা ব্যাংক, তোপখানা রোড, ঢাকা শাখা অথবা ০১৭৯৫৫৬৮১৩৭ নম্বরে বিকাশ/নগদ পাঠাতে পারবেন। এছাড়াও খাদ্যদ্রব্য বা অন্য কোনো সামগ্রী সরাসরি সকাল ১০ টা থেকে রাত ১০ টা পর্যন্ত ২৭/৭ তোপখানা রোড, ঢাকা ১০০০ ঠিকানায় এসে দিতে পারবেন বলে জানান নতুনধারার মিডিয়া সেল সদস্য সাবিনা আক্তার তুরিন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়