প্রকাশ : ১৫ জুন ২০২৪, ০০:০০
পুরাণবাজার ২নং বালক সপ্রাবির সৌমিত্র সাহা নীলাদ্রির জাতীয় পুরস্কার লাভ
গত ১০ জুন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক ঢাকা পিটিআইতে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিভাগে যারা প্রথম হয়েছে তারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার যোগ্যতা অর্জন করে। সাংস্কৃতিক প্রতিযোগিতা মোট বারোটি ইভেন্টে অনুষ্ঠিত হয়। ৮টি বিভাগ থেকে ৮ জন করে প্রতিযোগী অংশগ্রহণ করে। এর মধ্যে ২নং বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র সৌমিত্র সাহা নীলাদ্রি খ বিভাগে কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় প্রথম স্থানলাভ করার দুর্লভ গৌরব অর্জন করে। তার এই পদক প্রাপ্তিতে ২নং বালক সপ্রাবির জাতীয় পর্যায়ে প্রথম প্রাপ্তি ঘটে। এর আগে ২০১৪ সালে ২নং বালক সপ্রাবি ময়মনসিংহ ন্যাপে অনুষ্ঠিত সেরা স্কুল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং ২০২২ সালে ঢাকায় অনুষ্ঠিত উপস্থিত বক্তৃতায় জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করে। সৌমিত্র সাহার এই পুরস্কার লাভের জন্যে বিদ্যালয় ম্যানেজিং কমিটি, অভিভাবক কমিটি, শিক্ষকবৃন্দ এবং এলাকাবাসী তাকে অভিনন্দন জানায়।
সৌমিত্র সাহা পুরাণবাজার রয়েজ রোডস্থ লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মিতু সাহা ও সুমন চন্দ্র সাহার প্রথম পুত্র। তার বাবা-মা এই পুরস্কার প্রাপ্তিতে বিদ্যালয়ের শিক্ষকম-লী, আবৃত্তি শিক্ষকবৃন্দ, বিভিন্ন পর্যায়ে যারা বিচারক ছিলেন তাদের প্রতি এবং শিক্ষা অফিসের কর্মকর্তাবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।