প্রকাশ : ০৭ জুলাই ২০২১, ০০:০০
হাজীগঞ্জ থানায় করোনা প্রতিরোধক বুথ স্থাপন করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে থানা কমপ্লেক্স অভ্যন্তরে এই বুথ স্থাপন করা হয়। এই বুথের মাধ্যমে থানা পুলিশের পাশাপাশি থানায় সেবা নিতে আসা লোকজন করোনা প্রতিরোধের জন্য হ্যান্ড স্যানিটাইজারসহ নতুন মাস্ক ব্যবহারের সুবিধা পাবেন। মূলত মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধ ও জনসচেতনতার লক্ষ্যে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য, শায়খ আল্লামা আবু সুফিয়ান খান আবেদী আল কাদেরী এই বুথ প্রদান করেন। বুথের চাবি বুঝে নেন হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশিদ।
আহলে সুন্নাত ওয়াল জামায়াতের কো-চেয়ারম্যান, হাজীগঞ্জ পৌরসভাধীন বদরপুর কাদেরীয়া চিশতীয়া হোসাইনীয়া দরবার শরীফের প্রতিষ্ঠাতা ও পীর শায়খ আল্লামা আবু সুফিয়ান খান আবেদী আল কাদেরী থানায় বুথ স্থাপন শেষে করোনা থেকে মুক্তি এবং দেশ ও জাতীর সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করেন। এ সময় হাজীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ইব্রাহিম খলিল, দ্বিতীয় কর্মকর্তা (উপ-পরিদর্শক) সৈয়দ মোশরফ হোসেন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও প্রয়াত আওয়ামী লীগ নেতা এবিএম মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশনের পক্ষে এবং শিক্ষা উপ-মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের পরামর্শক্রমে ও কেন্দ্রীয় যুবলীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবরের তত্ত্বাবধানে এই করোনা বুথ স্থাপন করা হয়।