প্রকাশ : ০৭ জুলাই ২০২১, ০০:০০
দেশে করোনা পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করেছে। প্রতিদিন বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। করোনা আক্রান্তদের জীবন বাঁচাতে বিনামূল্যে অক্সিজেন সরবরাহ করছে ‘সোশ্যাল এইডার ডেভলপমেন্ট অর্গানাইজেশন’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। চাঁদপুরে তাদের হটলাইনে কল করলেই নির্ধারিত স্থানে পৌঁছে দিচ্ছে এ সেবা। তাদের মানবিক কাজটি বেশ প্রশংসিত হচ্ছে। শুধু অক্সিজেন সেবাই নয়, এর পাশাপাশি খাদ্যসামগ্রী, ঈদ উপহারসহ বিভিন্ন সেবা দিয়ে যাচ্ছে এই স্বেচ্ছাসেবী সংগঠনটি।
জানা যায়, গত ১৩ এপ্রিল রাজধানী ঢাকাতে নিজেদের অর্থায়নে ৪টি সিলিন্ডার ক্রয়ের মাধ্যমে সংগঠনটি অক্সিজেন সিলিন্ডার সেবা কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করে। তারপর থেকেই সোশ্যাল মিডিয়ার কল্যাণে অক্সিজেন সিলিন্ডার সেবার জন্যে পরিচালিত হটলাইনে অক্সিজেনের জন্যে প্রচুর কল আসতে শুরু করে। সংগঠনটি ক্ষুদ্র পরিসরে তাদের সেবা অব্যাহত রেখেছে। প্রথমে ৪টি সিলিন্ডার দিয়ে কার্যক্রম শুরু করলেও বর্তমানে সংগঠনটির সিলিন্ডার ১০টির অধিক।
মহামারি করোনার ভয়াবহতায় হাসপাতালগুলোতে যখন অক্সিজেনের সঙ্কট এবং রোগীদের অক্সিজেন খুব বেশি প্রয়োজন তখনই অক্সিজেন সিলিন্ডার নিয়ে তাদের পাশে গিয়ে দাঁড়াচ্ছে স্বেচ্ছাসেবী এ সংগঠনটি।
সংগঠনটি ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে যাত্রা শুরু করে। বর্তমানে এর কার্যক্রম পাঁচটি জেলায় চলমান। চাঁদপুরের দায়িত্বে রয়েছেন সংগঠনের সভাপতি মোঃ কামরুল হাসান বাবু। তাকে সহযোগিতা করছেন কয়েকজন সদস্য।
অক্সিজেন সেবা ছাড়াও এই স্বেচ্ছাসেবী সংগঠনটি বিগত বছরগুলোতে শীতবস্ত্র, শিক্ষাসামগ্রী, ঈদসামগ্রী, খাদ্যসামগ্রী, হুইলচেয়ার বিতরণ, চিকিৎসা সহায়তা কার্যক্রম, বৃক্ষরোপণ, পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম, এতিম শিশুদেরকে ইফতার করানোসহ পবিত্র কোরআন মাজিদ, মাস্ক বিতরণ, আর্থিক অনুদান প্রদান করে আসছে।
বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার সেবার জন্যে তাদের হটলাইন : ০১৯২০৯৪৭১৭১ (ঢাকা), ০১৮১৮৩৬৬৫২২ (চাঁদপুর) ও ০১৬২৮৯৬৪১২৭ (নারায়ণগঞ্জ)।