প্রকাশ : ০৬ জুলাই ২০২১, ০০:০০
কচুয়ায় লকডাউনের পঞ্চমদিনে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে দোকানপাট খোলা রাখার অভিযোগে ১৮টি ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে ৪২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার উপজেলার পৌরবাজার, উত্তর পালাখাল ও মাঝিগাছা বাজারে দিনব্যাপী এ অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপায়ন দাস শুভ। এ সময় তাঁর সাথে ছিলেন কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মহিউদ্দিন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।