প্রকাশ : ২৩ নভেম্বর ২০২১, ০০:০০
বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে হাইমচর উপজেলা বিএনপির আয়োজনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২২ নভেম্বর সোমবার বিকেল ৩টায় হাইমচর উপজেলা বিএনপির আয়োজনে উপজেলা সদর আলগী বাজারে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সভাপতি মোঃ আমিন উল্যাহ বেপারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম শফিকের পরিচালনায় সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক হারুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক মোঃ খোরশেদ আলম কোতওয়াল, ১নং গাজীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ইসমাইল হোসেন গাজী, ২নং আলগী উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি জয়নাল আবেদীন মাস্টার, ৩নং আলগী দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ কামাল হোসেন বাচ্চু, ৪নং নীলকমল ইউনিয়ন বিএনপির সভাপতি নাছির মোল্লা, ৫নং হাইমচর ইউনিয়ন বিএনপির সভাপতি ওহিদুর রহমান মোল্লা, ৬নং চরভৈরবী ইউনিয়নে বিএনপির সভাপতি মোঃ জাহিদুল ইসলাম বিপ্লব প্রমুখ।
উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ জহিরুল ইসলাম মাঝি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান আখন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বোরহান উদ্দিন জুটন, সদস্য সচিব মোঃ জহিরুল ইসলাম মিয়াজী, ছাত্রদলের আহ্বায়ক মোঃ ফয়সাল আখন, সদস্য সচিব মোঃ মিলাদ হোসেন মাঝি, কলেজ ছাত্রদলের আহ্বায়ক মোঃ সবুজ হোসাই, সদস্য সচিব মোঃ আহসান হাবিবসহ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, ‘গণতন্ত্রের মা’ দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের শত্রুদের সঙ্গে কোনোদিন আপস করেননি। তাই তিনি গণমানুষের অধিকারের পক্ষের একজন আপসহীন নেত্রীতে ভূষিত।
চিকিৎসার দাবি জানিয়ে তারা বলেন, খালেদা জিয়াকে সুস্থভাবে বেঁচে থাকার অধিকার দেয়া হোক। সুচিকিৎসার জন্যে বিদেশে প্রেরণ করা হোক।