প্রকাশ : ২২ নভেম্বর ২০২১, ০০:০০
হাইমচর উপজেলার ঐতিহ্যবাহী শিশু শিক্ষা প্রতিষ্ঠান হাইমচর আইডিয়াল স্কুলের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত ২০ নভেম্বর হাইমচর উপজেলার দক্ষিণ আলগী গ্রামের ইব্রাহিম ভূঁইয়া বাড়ি মসজিদ সংলগ্ন হাইমচর আইডিয়াল স্কুল হল রুমে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি আব্দুর রশিদ ভূঁইয়ার সভাপতিত্বে এবং প্রতিষ্ঠাতা ও পরিচালক তাজুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে হাইমচর উপজেলা নির্বাহী অফিসার চাই থোয়াইহলা চৌধুরী বলেন, প্রাক-প্রাথমিক হলো একটি খুদে শিশুর বেড়ে উঠার প্রথম সিঁড়ি। এই সিঁড়ি বেয়েই প্রতিটি শিশু এগিয়ে যাবে তার নিজ গন্তব্যে। আর এই সিঁড়ি হতে হবে শক্ত, মজবুত। আর তাই প্রতিটি শিশুর এই সিঁড়িকে মজবুত করতে তাদেরকে নিজ সন্তানের ন্যায় মানুষ করতে হবে। তিনি স্কুল ব্যবস্থাপনা কমিটির সদস্যগণসহ বিদ্যালয়ের শিক্ষকদের উদ্দেশ্য বলেন, একজন ভালো শিক্ষক শুধু শিক্ষার্থীর ভালো ফলাফল অর্জন করতে সহায়তা করে না, সে তার মেধা আর প্রজ্ঞা দিয়ে শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায় শিক্ষিত করে তোলে। আপনারা ছাত্র-ছাত্রীদের সাথে সেই কাজটি করবেন।