প্রকাশ : ২১ নভেম্বর ২০২১, ০০:০০
চাঁদপুর কমিউনিটি পুলিশিং অঞ্চল-১০-এর সভাপতি ও জেলা দোকান মালিক সমিতির সভাপতি আলহাজ্ব মোস্তাক হায়দার চৌধুরী (৭৪) ক্যান্সারে আক্রান্ত হয়ে গত এক বছর ধরে চিকিৎসাধীন রয়েছেন। তিনি অসুস্থ হওয়ার পর থেকে ঢাকায় চিকিৎসা নিয়েছিলেন। কিছুটা সুস্থতা বোধ করলে কয়েকদিন পূর্ব থেকে তিনি চাঁদপুরের পুরাণবাজার নিজ বাড়িতে অবস্থান করছেন। সে সুবাদে কমিউনিটি পুলিশিং কর্মকর্তাগণ তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তার চিকিৎসার খোঁজ-খবর নেন। এ সময় তিনি কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দকে দেখে আবেগাপ্লুত হয়ে উঠেন এবং দীর্ঘ সময় তাদের সাথে আলাপচারিতায় মেতে উঠেন।
চাঁদপুর পৌর কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির সভাপতি শেখ মনির হোসেন বাবুল ও সাধারণ সম্পাদক রোটাঃ মোঃ জামাল হোসেনের নেতৃত্বে উপস্থিত ছিলেন চাঁদপুর অঞ্চল-২-এর সাধারণ সম্পাদক ও জেলা কমিটির সহ-সভাপতি তমাল কুমার ঘোষ, পৌর কমিটির সহ-সভাপতি সফিউদ্দীন আহমেদ, অঞ্চল-৯-এর সভাপতি মোঃ হাবিবুর রহমান হাবিব, অঞ্চল-৮-এর সভাপতি মোঃ নকীবুল ইসলাম চৌধুরী, অঞ্চল-৬-এর সাধারণ সম্পাদক মাওলানা মোঃ আবদুর রহমান গাজী।
মোস্তাক হায়দার চৌধুরীর ছোট ছেলে চৌধুরী সাইফুদ্দিন হায়দার সুজন জানান, তার বাবা দীর্ঘ এক বছর যাবৎ ওরাল ক্যান্সারে ভুগছেন। আগের থেকে তিনি অনেকটা সুস্থ হয়ে উঠেছেন। সবার কাছে তিনি তার বাবার জন্য দোয়া চেয়েছেন।
উল্লেখ্য, ২০১৮ সালে মোস্তাক হায়দার চৌধুরীর স্ত্রী সালমা চৌধুরী কিডনিজনিত সমস্যায় ভুগে ইন্তেকাল করেন।