বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২১ নভেম্বর ২০২১, ০০:০০

রহিমানগর ঝিলমিল সাংস্কৃতিক সংঘের কার্যকরী কমিটি গঠন
নিজস্ব প্রতিনিধি ॥

কচুয়া উপজেলার জনপ্রিয় সাংস্কৃতিক সংগঠন ঝিলমিল সাংস্কৃতিক সংঘের ২ বছর মেয়াদের জন্য ২১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। গত ১৯ নভেম্বর শুক্রবার সন্ধ্যায় রহিমানগর শেখ মুজিবুর রহমান ডিগ্রি কলেজ সংলগ্ন ছলিম উল্লাহ সুপার মার্কেটের ৩য় তলায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে এক মতবিনিময় সভায় সংগঠনের সকল সদস্যের উপস্থিতিতে প্রতিষ্ঠাতা সভাপতি ফরহাদ চৌধুরীর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক আকবর হোসেন মিন্টুর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কচুয়া প্রেসক্লাবের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি আবুল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাংবাদিক আলমগীর তালুকদার, মফিজুল ইসলাম বাবুল ও মোহাম্মদ মহিউদ্দিন।

সভায় সংগঠনের সদস্যদের সর্বসম্মত মতামতের ভিত্তিতে নিম্নোক্ত কমিটি গঠন করা হয় :- সভাপতি সাংবাদিক ফরহাদ চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক আহসান হাবিব সুমন, সহ-সভাপতি সাংবাদিক সাঈদ হোসেন অপু, ইউসুফ মিয়া ইমন, সাধারণ সম্পাদক আকবর হোসেন মিন্টু, সহ-সাধারণ সম্পাদক সাংবাদিক মোহাম্মদ মহিউদ্দিন (কচুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক), সাংগঠনিক সম্পাদক ইউনুস মিয়াজী, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ রাজিব হোসেন, মহিলা সম্পাদিকা এইচবিকে হ্যাপী, সাংস্কৃতিক সম্পাদক তোফায়েল হোসেন মোহন, সহ-সাংস্কৃতিক সম্পাদক মোঃ তানভীর আহম্মেদ, প্রচার সম্পাদক মাসুদ রানা, আপ্যায়ন সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, নির্বাহী সদস্য সাংবাদিক হারুনুর রশিদ, সাংবাদিক সায়েম মৃধা, সজীব চন্দ্র সূত্রধর, মোঃ ইকবাল, বিদ্যুৎ, মোঃ রাশেদ, মোঃ সোহেল ও মোঃ রাকিব। এছাড়া সকল সদস্যের মতামতের ভিত্তিতে ২য় বারের মত সংগঠনের প্রধান উপদেষ্টা নির্বাচিত হন কচুয়া উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডঃ হেলাল উদ্দিন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়