বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২০ নভেম্বর ২০২১, ০০:০০

কচুয়ার গোহট উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা
মোহাম্মদ মহিউদ্দিন/মেহেদী হাসান ॥

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তৃণমূল আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বাচাই করার লক্ষ্যে কচুয়া উপজেলার ১০নং গোহট উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯ নভেম্বর শুক্রবার নাউলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকার শাহবাগ থানা আওয়ামী লীগের সভাপতি জিএম আতিকুর রহমান।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমিন উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনির হোসেন প্রধানীয়ার সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী, সহ-সভাপতি শাহাদাত হোসেন মিয়া, কামরুন্নাহার ভূঁইয়া, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, যুগ্ম সম্পাদক মোঃ শাহজাহান ও জাহাঙ্গীর আলম চৌধুরী, উপ-দপ্তর সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোঃ কবির হোসেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য শামসুদ্দোহা নিজাম প্রমুখ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা ফিরোজ হোসেন ভূঁইয়া, রুহুল আমিন, বিল্লাল হোসেন বিএসসি, সরোয়ার মাস্টার, শরীফ উল্লাহ ভূঁইয়া, মহিব উল্লাহ, আক্তার হোসেন মিন্টু, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম রাজু, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক শুভজিৎ দাস, ইউনিয়ন কৃষকলীগের সভাপতি আবু বকর মিয়াজী, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ওসমান গনি পলাশ, ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম।

সভায় চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের জন্যে প্রস্তাব ও সমর্থনের ভিত্তিতে ৮ জনের নাম তালিকাভুক্ত করা হয়। তারা হচ্ছেন- বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মোঃ কবির হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমিন উদ্দিন, সহ-সভাপতি শাহজাহান প্রধানীয়া, যুগ্ম সম্পাদক আলমগীর মিয়াজী, দপ্তর সম্পাদক মনির হোসেন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সোহাগ মিয়া, মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সভাপতি মফিজুল ইসলাম ভূঁইয়া ও ইউনিয়ন যুবলীগের সভাপতি সাইফুর রহমান মুন্সী।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়