প্রকাশ : ২০ নভেম্বর ২০২১, ০০:০০
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল চাঁদপুর জেলা শাখা। ১৯ নভেম্বর শুক্রবার বাদ জুমা জেলা বিএনপি কার্যালয়ে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মানিকুর রহমান মানিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল আমিন খান আকাশের পরিচালনায় মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন যুবদল কেন্দ্রীয় সংসদের সিনিয়র সহ-সভাপতি মোর্ত্তাজুল করিম বাদরু।
তিনি তার বক্তব্যে বলেন, যুবদল আলোচনা, মিলাদ ও দোয়া কেবল ঘরের মধ্যে সীমাবদ্ধ রাখবে না। ঘরে বসে করবে, রাজপথেও আন্দোলন-সংগ্রাম করে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত, তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনবে এবং হায়েনা সরকার থেকে বাংলাদেশকে মুক্ত করবে। তিনি আন্দোলন-সংগ্রামের জন্যে চাঁদপুরে যুবদলের সকল নেতা-কর্মীকে প্রস্তুত থাকার আহ্বান জানান।
পরে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চাঁদপুর জেলা ওলামা দলের সভাপতি মাওলানা জসিম উদ্দিন।
স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সদস্য আনোয়ার হোসেন বাচ্চু, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, সহ-সভাপতি আক্তার হোসেন সাগর, যুগ্ম সম্পাদক কামাল পাটওয়ারী, পারভেজ আলম রবিন, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক সরোয়ার গাজী, পৌর যুবদলের আহ্বায়ক শাহজাহান কবির খোকা, হাজীগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক আক্তার হোসেন দুলাল, ফরিদগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক মহসিন মোল্লা, হাইমচর উপজেলা যুবদলের আহ্বায়ক জহির মিয়াজীসহ জেলা উপজেলা, পৌর পর্যায়ের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন। পরে উপস্থিত নেতা-কর্মীদের মাঝে তবররুক বিতরণ করা হয়।