প্রকাশ : ০৮ নভেম্বর ২০২১, ০০:০০
৪ দফা দাবিতে বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগ চাঁদপুর জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। গতকাল ৭ নভেম্বর রোববার সকাল সাড়ে ১১টায় রেলওয়ে বড়স্টেশন এলাকায় সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। চাঁদপুর জেলা রেলওয়ে শ্রমিক লীগের সভাপতি আলহাজ্ব মাহাবুবুর রহমানের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি বের হয়। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ ওয়াহেদুল ইসলাম, জেলা রেলওয়ে শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল কাশেম, সহ-সভাপতি আব্দুল মালেক, তোফাজ্জল হোসেন, জাহান শরিফ, যুগ্ম সাধারণ সম্পাদক সোলায়মান, সাংগঠনিক সম্পাদক তৌহিদুর রহমান জনি, কোষাধ্যক্ষ আবু কাউছার, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জালাল, সদস্য কামরুজ্জামান সোহাগ, সোয়েব ইসলাম, ইউনুছ পাটোয়ারী, ইব্রাহিম খলিল রনি, মোঃ জহিরুল ইসলাম, আঃ গফুর, নিধির মন্ডল, সুজন, বাসান, জিন্না, এয়াকুব, পারভেজ, শাহান শরিফ, রাজু চন্দ্র দাস, খোকন হরিজন, হাসী আক্তার, প্রিয়াংকা, অর্জুন, অপু, মোঃ ফেদৌস তাজ প্রমুখ।
যেসব দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ সমাবেশ হয়েছে সে দাবিগুলো হচ্ছে : ১) রানিং কর্মচারীদের মাইলেজ নিয়ে সৃষ্ট জটিলতা অবিলম্বে নিরসন করতে হবে। ২) দীর্ঘদিন যাবত ৩য়, ৪র্থ শ্রেণির কর্মচারীদের বকেয়া টিএডিএ, বেতন, বোনাস, পেনশন খাতে পর্যাপ্ত বাজেট বরাদ্দ করে যথাসময়ে পরিশোধের ব্যবস্থা করতে হবে। ৩) পদোন্নতি বিধান মোতাবেক পদোন্নতি দিতে হবে। ৪) প্রকল্পের আওতাধীন সকল অস্থায়ী গেটকিপার ও দীর্ঘদিন ধরে বিভিন্ন পদে অস্থায়ীভাবে কর্মরতদের বেতন নিয়মিত ও চাকুরি স্থায়ীকরণ করতে হবে।
জেলা রেলওয়ে শ্রমিক লীগের সভাপতি আলহাজ্ব মাহবুবুর রহমান বলেন, বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগের কেন্দ্রীয় সভাপতি অ্যাডঃ হুমায়ুন কবির ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান আখন্দের নির্দেশে সারাদেশের ন্যায় চাঁদপুর জেলা রেলওয়ে শ্রমিক লীগের পক্ষ থেকে বিক্ষোভ সমাবেশ করছি। আমাদের ৪ দফা দাবি মানা না হলে আগামীতে আরো কঠোর ব্যবস্থা নেয়া হবে।