প্রকাশ : ০৮ নভেম্বর ২০২১, ০০:০০
দেশের আকাশে ৬ নভেম্বর শনিবার সন্ধ্যায় রবিউস্ সানি মাসের চাঁদ দেখা গেছে। তাই আজ রোববার থেকে ১৪৪৩ হিজরি সনের রবিউস্ সানি মাস শুরু হবে। এ হিসেবে আগামী ১৭ নভেম্বর বুধবার (১১ রবিউস্ সানি) সারাদেশে ফাতেহা-ই-ইয়াজদাহম পালিত হবে।
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এবার ২৯ দিনেই শেষ হলো রবিউল আউয়াল মাস।
উল্লেখ্য, প্রতি বছর ১১ রবিউস্ সানি ফাতেহা-ই-ইয়াজদহম পালন করা হয়। কিন্তু অনেকেই জানেন না ফাতেহা-ই-ইয়াজদহম কী।
ফাতেহা-ই-ইয়াজদাহাম হলো বড় পীর হজরত আবদুল কাদির জিলানী (রহঃ)-এর ওফাত দিবস। হিজরি ৫৬১ সনের ১১ রবিউস্ সানি তিনি ইন্তেকাল করেন।
‘ইয়াজদাহম’ ফারসি শব্দ, যার অর্থ এগারো। ফাতিহা-ই-ইয়াজদাহম বলতে এগারোতম দিনকে বোঝায়। এই ফাতিহা-ই-ইয়াজদাহম আবদুল কাদের জিলানী (রহঃ)-এর স্মরণে পালিত হয়।
উল্লেখ্য, গতকালকের পত্রিকায় ভুলবশত শিরোনামে ২৭ নভেম্বর ছাপা হয়েছে। প্রকৃতপক্ষে ফাতেহা-ই-ইয়াজদাহম পালিত হবে ১৭ নভেম্বর বুধবার।