প্রকাশ : ০৭ নভেম্বর ২০২১, ০০:০০
চাঁদপুর আউটার স্টেডিয়ামে শুরু হয়েছে ৫ দিনব্যাপী চাঁদপুর ক্লেমন ক্রিকেট একাডেমির স্কিল ক্যাম্প। শনিবার সকাল ৮টা থেকে এই ক্যাম্পে অংশ নেয় একাডেমির খেলোয়াড়রা।
সকাল ৮টায় এবং দুপুর ২টায় দুটি সেশনে অংশ নেয় একাডেমির বিভিন্ন বয়সী খেলোয়াড়রা। ক্রিকেটারদের প্রশিক্ষণ দেন বাংলাদেশ অনূর্ধ্ব ১৭ জাতীয় ক্রিকেট দলের কোচ ও সাবেক জাতীয় দলের ক্রিকেটার গোলাম মুর্তজা। তার সাথে ছিলেন ক্লেমনের ক্রিকেট কোচ গাজী আলমগীর। উপস্থিত ছিলেন ক্লেমন চাঁদপুর ক্রিকেট একাডেমির প্রতিষ্ঠাতা ও ক্রিকেট কোচ শামীম ফারুকীসহ স্থানীয় ক্রিকেট কোচ।
ক্রিকেটারদের প্রশিক্ষণ দিতে আসা প্রধান কোচসহ অন্য কোচগণ ক্রিকেটারদের শনিবার অনেক কিছু শিখিয়েছেন বলে অনুশীলন অংশ নেওয়া প্রশিক্ষণার্থীরা এ প্রতিবেদককে জানিয়েছেন। এ প্রশিক্ষণ চলবে আগামী বুধবার পর্যন্ত।
দুটি সেশনে এই প্রশিক্ষণে অংশ নেওয়া খেলোয়াড়দের সাথে তাদের অভিভাবকগণ মাঠে উপস্থিত ছিলেন।