প্রকাশ : ০৭ নভেম্বর ২০২১, ০০:০০
২৬ নভেম্বর হাজীগঞ্জের বলাখাল জেএন উচ্চ বিদ্যালয় এন্ড কারিগরি কলেজ পরিচালনা পর্ষদের অভিভাবক সদস্য ও শিক্ষক প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এ নিয়ে ইতিমধ্যে প্রার্থীদের মনোনয়নপত্র উত্তোলন ও যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে।
শনিবার অধ্যক্ষের কার্যালয়ে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে সকল মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান। অভিভাবক সদস্য পদে বৈধ প্রার্থীরা হলেন- হাজীগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর আলাউদ্দিন মুন্সী, জাহাঙ্গীর আলম, জসিম উদ্দিন, শাহীন হোসেন, ওমর ফারুক মুন্সী, তপন কুমার পাল, সাখাওয়াত হোসেন ও লিটন পাটওয়ারী, সংরক্ষিত নারী অভিভাবক সদস্য পদে একমাত্র প্রার্থী হাছিনা বেগম। শিক্ষক প্রতিনিধি পদে বৈধ প্রার্থীরা হলেন- ইমাম হোসেন, রঞ্জিত চন্দ্র পাল, মোখলেছুর রহমান ও মঈনুল হোসেন, সংরক্ষিত নারী শিক্ষক পদে উম্মে সালমা।
এছাড়াও দাতা সদস্য পদে একমাত্র প্রার্থী ধীরেন্দ্র রায় চৌধুরী মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়। মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খোদেজা বেগমসহ অধিকাংশ প্রার্থী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আগামী ৯ নভেম্বর মনোনয়ন প্রত্যাহারের শেষদিন এবং ২৬ নভেম্বর শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যালয়ে একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।